কাউন্সিলার মীরা হাজরা বিরুদ্ধে শৌচাগার থেকে কাটমানি নেওয়ায় অভিযোগ

এবার 21 নং ওয়ার্ডে কাউন্সিলার মীরা হাজরা বিরুদ্ধে বে আইনি ভাবে এলাকার শৌচাগার ভেঙে টেন্ডার করার অভিযোগ আনলো, শৌচাগারে কর্মরত কর্ম মীরা হাজরা ও নরেশ হাজরা! তারা অভিযোগ করে 1 নং ব্রজ গোবিন্দ্র সাহালেনে একটি শৌচাগার আছে যেখানে ওই দুই ব্যক্তি দীর্ঘ দিন ধরে কাজ করে! কিন্তু নতুন কাউন্সিলার মীরা হাজরা আসার পর তাঁদের অভিযোগ ওই কাউন্সিলার শৌচাগার ভেঙে সেখানে টেন্ডার তৈরী করবে! কিন্তু এই প্রস্তাবে সাধারণ মানুষ থেকে শুরু করে শৌচাগারে কর্মরত কর্মীরা রাজি না হওয়ায় সমস্যা রাধে! তারা বলেন আমরা দীর্ঘ দিন ধরে এখানে কাজ করছি শৌচাগার থেকে নুনোত্তম আয়করি এবং সেই আয়ে আমাদের অতিকষ্টে সংসার চলে কিন্তু কাউন্সিলার যদি শৌচাগার ভেঙে দেয় তাহলে তাঁদের রুজি রোজগার বন্ধ হয়ে যাবে! তারা কাউন্সিলারে বিরুদ্ধে আরও অভিযোগ করে বলেন ওই 21 নং ওয়ার্ডে কাউন্সিলার তাঁদের পার্টি অফিসে ডেকে বলেন যদি শৌচাগার না ভাঙা হয় তাহলে প্রতিমাসে ওই শৌচাগারে যারা কর্মী থাকবে তারা প্রত্যেকে যেন যেন কাউন্সিলার কে 6 হাজার টাকা করে কাউন্সিলারে তহবিলে জমা দিতে হবে! এমনটাই অভিযোগ সাধারণ মানুষ থেকে শুরু করে শৌচাগারে কর্মীদের!

Comments

Popular posts from this blog

তাপসীল জাতি আদিবাসী প্রাক্তন সৈনিক কৃষি বিকাশ শিল্প কেন্দ্র সাংবাদিক সম্মেলন

শুক্রবার আয়োজিত হল রেলওয়ে অসংগঠিত শ্রমিক ন্যায় ও অধিকার সম্মেলন সভা