উদ্ভোধন হল ইন্টারন্যাশনাল ওপেন স্কুল এ সপ্তম স্কুল

এবার অসহায় দরিদ্র গরীব প্রতিভাবান বাচ্ছাদের জন্য স্কুল খুলে নজির গড়লেন কবি আব্দুল আলিম মল্লিক! শুক্রবার সেই স্কুলে উদ্ভোধন হয়ে গেল অভিরামপুর পশ্চিম পাড়ায়! স্কুলে শেখানো হবে নাচ, গান, নাটক, আঁকা, খেলা ধুলো ইত্যাদি! স্কুলে নাম হ্যাপি ইন্ডিয়া! তবে এই স্কুল খোলার সহযোগিতায় রয়েছে ইন্টারন্যাশন ওপেন স্কুল ও জয়জগন্নাথ আশ্রম! উদ্ভোধনের দিন বহু ছোট ছোট বাচ্ছারা উপস্থিত হয়! যেখানে সক্রিয় ভূমিকায় তাঁদের পড়াতে দেখা গিয়েছে ইন্টারন্যাশনাল ওপেন স্কুলের পিন্সিপাল প্রভুজি মহারাজকে! এই দিন তিনি শুধু পড়ায়নি বাচ্ছাদের হাতে লেজেন্স বেলুম তুলে দেন তিনি! তা পেয়ে খুশি বাচ্ছারা! তবে এই নিয়ে 7 টি স্কুল ওপেন করলেন তারা!

Comments

Popular posts from this blog

তাপসীল জাতি আদিবাসী প্রাক্তন সৈনিক কৃষি বিকাশ শিল্প কেন্দ্র সাংবাদিক সম্মেলন

শুক্রবার আয়োজিত হল রেলওয়ে অসংগঠিত শ্রমিক ন্যায় ও অধিকার সম্মেলন সভা