Posts

Showing posts from February, 2022

রবিবার 24 নং ওয়ার্ডে ঘুরে ভোট পরিদর্শন করলেন বিজেপি প্রার্থী রাজেশ বসু

Image
রবিবার 24 নং ওয়ার্ডে পৌরসভা ভোট হল শান্তিপূর্ণভাবে! সকাল সকাল লাইন দিয়ে দাঁড়িয়ে ভোট দিতে দেখা যায় সাধারণ মানুষজনেদের! তবে এই দিনে বিজেপি প্রার্থী রাজেশ কে বসু বুথে বুথে ঘুরে বুথ পরিদর্শন করতে দেখা যায়! বারাসাত বিবেকানন্দ আদর্শ বিদ্যাপীঠ, সরজু পার্ক, বিবেকানন্দ বিদ্যাপীঠ মন্দির বিভিন্ন বুথ ঘুরলেন প্রার্থী রাজেশ বসু! তবে এই দিন বিবেকানন্দ বিদ্যাপীঠ মন্দির বুথ নং 24/3 ---24/4 সোমা সিং নামে এক মহিলা ভোট দিতে গিয়ে তিনি সমস্যায় পড়েন! পরে অবশ্য তিনি ভোট দেন! তবে এই দিনের ভোটে সাধারণ মানুষ থেকে ভোট ক্যান্ডিডেট সবাই স্যাটিসফাই! তেমনি কোনো অভাব অভিযোগ নেই এমনটাই বলেন 24নং ওয়ার্ডে বিজেপি প্রার্থী রাজেশ বসু!

মাদার টেরেজা ইন্টারন্যাশনাল আওয়ার্ড 2022 এ পুরুস্কারে মনোনিতো হলেন প্রিন্সিপাল সিমসন মুলা

Image
বৃহস্পতিবার মাদার টেরেজা ইন্টার ন্যাশনাল আওয়ার্ড 22 আয়োজিত হল কলকাতা আই সি সি আর এ! যেখানে বহু উজ্জ্বল নক্ষত্র বিশিষ্ট জনেরা উপস্থিত হয়! শুধু তাই নয় মাদার টেরেজা ইন্টার ন্যাশনাল আওয়ার্ড এ পুরুস্কিত ও হন তারা! এরই মধ্যেই বেস্ট স্কুল হিসাবে মাদার টেরেজা ইন্টারন্যাশনাল আওয়ার্ড 22 এ পুরুস্কার জিতে নেয় ক্যাথেদ্রাল মিশন হাই স্কুলে প্রিন্সিপাল সিমসন মুলা! এই প্রথম তিনি এই পুরুস্কারে প্রাপ্যক হিসাবে জানান!পুরুস্কার হাতে নিয়ে তিনি সংবাদ মাধ্যমকে জানান এই প্রথম আমি পুরুস্কার এই পেয়ে খুবই খুশি! আগামী দিন আরও ভালো কাজ করার উদ্দীপনা ও আগ্রহ জন্মাবে আমার! আরও অনেক ভালো কাজ করতে চাই! তবে সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন মাদার টেরেজা ইন্টারন্যাশনাল আওয়ার্ড কমিটি! অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক দেবাশীষ কুমার, শিক্ষিকা আমিলিয়ে, প্রফেসার অচিন্ত বিশ্বাস, সহ্য আরও বিশিষ্ট জনেরা!

60 নং ওয়ার্ডে আয়োজিত দুয়ারে সরকারে ক্যাম্প

Image
যখন যেখানে দরকার আপনার দুয়ারে সরকার! আবারও দুয়ারে সরকার চালু হল এই বাংলায়! রমরমিয়ে চলছে দুয়ারে সরকার! ইতিমধ্যেই সারা বাংলা জুড়ে চলছে দুয়ারে সরকারে ক্যাম্প! বহু মানুষ উপকৃত হচ্ছে জানায় সাধারণ মানুষ! শনিবার 60 নং ওয়ার্ডে ইসলামিয়া হাইস্কুলে আয়োজিত হল দুয়ারে সরকারে ক্যাম্প! এই দিন ক্যাম্পে প্রথম থেকেই ওয়ার্ডে কাউন্সিলার ক্যাইসের জামিল দেখা যায়! তিনি নিজে উপস্থিত থেকে মানুষের সুবিধা অসুবিধা কথা শোনে! তবে এই দিনের ক্যাম্পে মানুষের ঢল ছিল চোখে পড়ার মতো! বহু মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে ফর্ম নিতে দেখা যায়!

বড়বাজার তারা শঙ্কর পার্কে আয়োজিত হল দুয়ারে সরকার

Image
যখন যেখানে দরকার আপনার দুয়ারে সরকার! আবারও বাংলায় চালু হল দুয়ারে সরকার! ইতিমধ্যেই সারা বাংলা জুড়ে চলছে বিভিন্ন জায়গায় দুয়ারে সরকারে ক্যাম্প! রমরমিয়ে সাধারণ মানুষের মধ্যে সাফল্য পাচ্ছে এই প্রকল্প এ! উপকৃত হচ্ছে বহু সাধারণ মানুষ! শুক্রবার বড়বাজার তারাশঙ্কর পার্কে আয়োজিত হল দুয়ারে সরকারে ক্যাম্প! যেখানে বহু সাধারণ মানুষকে লাইন দিয়ে দাঁড়িয়ে ফর্ম নিতে দেখা গেছে! তবে এই দিনে ক্যাম্পে উপস্থিত ছিলেন রঘুনাথ আগ্রয়াল, সারমল আগ্রয়াল, লালিত, মনোজ যেইন, বিবেক সুঙ্কর, নরেন্দ্র সিংগ্রালিয়া সহ্য আরও অনেকে!

কাউন্সিলার মীরা হাজরা বিরুদ্ধে শৌচাগার থেকে কাটমানি নেওয়ায় অভিযোগ

Image
এবার 21 নং ওয়ার্ডে কাউন্সিলার মীরা হাজরা বিরুদ্ধে বে আইনি ভাবে এলাকার শৌচাগার ভেঙে টেন্ডার করার অভিযোগ আনলো, শৌচাগারে কর্মরত কর্ম মীরা হাজরা ও নরেশ হাজরা! তারা অভিযোগ করে 1 নং ব্রজ গোবিন্দ্র সাহালেনে একটি শৌচাগার আছে যেখানে ওই দুই ব্যক্তি দীর্ঘ দিন ধরে কাজ করে! কিন্তু নতুন কাউন্সিলার মীরা হাজরা আসার পর তাঁদের অভিযোগ ওই কাউন্সিলার শৌচাগার ভেঙে সেখানে টেন্ডার তৈরী করবে! কিন্তু এই প্রস্তাবে সাধারণ মানুষ থেকে শুরু করে শৌচাগারে কর্মরত কর্মীরা রাজি না হওয়ায় সমস্যা রাধে! তারা বলেন আমরা দীর্ঘ দিন ধরে এখানে কাজ করছি শৌচাগার থেকে নুনোত্তম আয়করি এবং সেই আয়ে আমাদের অতিকষ্টে সংসার চলে কিন্তু কাউন্সিলার যদি শৌচাগার ভেঙে দেয় তাহলে তাঁদের রুজি রোজগার বন্ধ হয়ে যাবে! তারা কাউন্সিলারে বিরুদ্ধে আরও অভিযোগ করে বলেন ওই 21 নং ওয়ার্ডে কাউন্সিলার তাঁদের পার্টি অফিসে ডেকে বলেন যদি শৌচাগার না ভাঙা হয় তাহলে প্রতিমাসে ওই শৌচাগারে যারা কর্মী থাকবে তারা প্রত্যেকে যেন যেন কাউন্সিলার কে 6 হাজার টাকা করে কাউন্সিলারে তহবিলে জমা দিতে হবে! এমনটাই অভিযোগ সাধারণ মানুষ থেকে শুরু করে শৌচাগারে কর্মীদের!

ন্যাশনাল ইয়ং সোশ্যাইটি পরিচালনায় আয়োজিত হল কম্বল বিতরণ অনুষ্ঠান

Image
শনিবার সরস্বতী পুজো উপলক্ষে ন্যাশনাল ইয়ং সোশ্যাইটি পরিচালনায় আয়োজিত হল কম্বল বিতরণ অনুষ্ঠান! রাজেশ কুমার শুক্লা ও সস্ত্রীক নিশা শুক্লা উদ্যোগে এই অনুষ্ঠানে আয়োজন করা হয়! এই নিয়ে 54 বছরে পদার্পন করল তাঁদের এই অনুষ্ঠান! সরস্বতী পুজো উপলক্ষে 4 দিন ব্যাপী চলে এই অনুষ্ঠান! তবে এই দিন বহু গরীব দুস্থ মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হয়! শুধু তাই নয় দেওয়া হয় বাচ্ছাদের সম্বোধনা! তবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক সঞ্জয় বক্সি, সমাজসেবী সন্দীপ সিং, নরেশ চৌধুরী, দ্বারা সিং, মনোজ সিং সহ্য আরও অনেকে!

উদ্ভোধন হল ইন্টারন্যাশনাল ওপেন স্কুল এ সপ্তম স্কুল

Image
এবার অসহায় দরিদ্র গরীব প্রতিভাবান বাচ্ছাদের জন্য স্কুল খুলে নজির গড়লেন কবি আব্দুল আলিম মল্লিক! শুক্রবার সেই স্কুলে উদ্ভোধন হয়ে গেল অভিরামপুর পশ্চিম পাড়ায়! স্কুলে শেখানো হবে নাচ, গান, নাটক, আঁকা, খেলা ধুলো ইত্যাদি! স্কুলে নাম হ্যাপি ইন্ডিয়া! তবে এই স্কুল খোলার সহযোগিতায় রয়েছে ইন্টারন্যাশন ওপেন স্কুল ও জয়জগন্নাথ আশ্রম! উদ্ভোধনের দিন বহু ছোট ছোট বাচ্ছারা উপস্থিত হয়! যেখানে সক্রিয় ভূমিকায় তাঁদের পড়াতে দেখা গিয়েছে ইন্টারন্যাশনাল ওপেন স্কুলের পিন্সিপাল প্রভুজি মহারাজকে! এই দিন তিনি শুধু পড়ায়নি বাচ্ছাদের হাতে লেজেন্স বেলুম তুলে দেন তিনি! তা পেয়ে খুশি বাচ্ছারা! তবে এই নিয়ে 7 টি স্কুল ওপেন করলেন তারা!