রবিবার 24 নং ওয়ার্ডে ঘুরে ভোট পরিদর্শন করলেন বিজেপি প্রার্থী রাজেশ বসু
রবিবার 24 নং ওয়ার্ডে পৌরসভা ভোট হল শান্তিপূর্ণভাবে! সকাল সকাল লাইন দিয়ে দাঁড়িয়ে ভোট দিতে দেখা যায় সাধারণ মানুষজনেদের! তবে এই দিনে বিজেপি প্রার্থী রাজেশ কে বসু বুথে বুথে ঘুরে বুথ পরিদর্শন করতে দেখা যায়! বারাসাত বিবেকানন্দ আদর্শ বিদ্যাপীঠ, সরজু পার্ক, বিবেকানন্দ বিদ্যাপীঠ মন্দির বিভিন্ন বুথ ঘুরলেন প্রার্থী রাজেশ বসু! তবে এই দিন বিবেকানন্দ বিদ্যাপীঠ মন্দির বুথ নং 24/3 ---24/4 সোমা সিং নামে এক মহিলা ভোট দিতে গিয়ে তিনি সমস্যায় পড়েন! পরে অবশ্য তিনি ভোট দেন! তবে এই দিনের ভোটে সাধারণ মানুষ থেকে ভোট ক্যান্ডিডেট সবাই স্যাটিসফাই! তেমনি কোনো অভাব অভিযোগ নেই এমনটাই বলেন 24নং ওয়ার্ডে বিজেপি প্রার্থী রাজেশ বসু!