ন্যাশনাল ইয়ং সোশ্যাইটি পরিচালনায় আয়োজিত হল কম্বল বিতরণ অনুষ্ঠান
শনিবার সরস্বতী পুজো উপলক্ষে ন্যাশনাল ইয়ং সোশ্যাইটি পরিচালনায় আয়োজিত হল কম্বল বিতরণ অনুষ্ঠান! রাজেশ কুমার শুক্লা ও সস্ত্রীক নিশা শুক্লা উদ্যোগে এই অনুষ্ঠানে আয়োজন করা হয়! এই নিয়ে 54 বছরে পদার্পন করল তাঁদের এই অনুষ্ঠান! সরস্বতী পুজো উপলক্ষে 4 দিন ব্যাপী চলে এই অনুষ্ঠান! তবে এই দিন বহু গরীব দুস্থ মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হয়! শুধু তাই নয় দেওয়া হয় বাচ্ছাদের সম্বোধনা! তবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক সঞ্জয় বক্সি, সমাজসেবী সন্দীপ সিং, নরেশ চৌধুরী, দ্বারা সিং, মনোজ সিং সহ্য আরও অনেকে!
Comments