রবিবার ভোটের প্রচার সারলেন 57 নং ওয়ার্ডে পৌরো প্রার্থী জীবন সাহা

এবার পায়রা উড়িয়ে প্রচারে নামলেন 57 নং ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসে পৌরো প্রার্থী জীবন সাহা মহাশয়! শুধু তাই নয় সাথে ছিল ব্যাঙ্কপার্টি বাজনা! রবিবার সকাল সকাল পথসভার মধ্যে দিয়ে বাড়ি বাড়ি প্রচার সারলেন তিনি! সাধারণ মানুষ তাকে পেয়ে খুশি! পুষ্প বৃষ্টি করে এবং ফুলের স্তবক হাতে দিয়ে তাকে স্বাগত জানাতে ভোলেনি এলাকার মানুষ! তাই কাছের মানুষ কাজের মানুষ জীবন সাহা মহাশয়কে জোড়া ফুলে ভোট দিয়ে জয়ী করার আহ্বান জানান তারা! তবে এই দিন প্রচারে পথসভা ছিল চোখে পড়ার মতো! নারী পুরুষ উভয় মিলে জীবন সাহা মহাশয়ে সঙ্গে পা মেলান তারা!

Comments

Popular posts from this blog

তাপসীল জাতি আদিবাসী প্রাক্তন সৈনিক কৃষি বিকাশ শিল্প কেন্দ্র সাংবাদিক সম্মেলন

শুক্রবার আয়োজিত হল রেলওয়ে অসংগঠিত শ্রমিক ন্যায় ও অধিকার সম্মেলন সভা