45 নং ওয়ার্ডে প্রচার সারলেন বিজেপি প্রার্থী কৌশাল পান্ডে

মাত্র আর কয়েক টা দিন বাকি পৌরসভা নির্বাচন! ইতিমধ্যেই প্রচার চলছে তুঙ্গে! ঠিক তেমনি বৃহস্পতিবার 45 নং ওয়ার্ডে বিজেপি প্রার্থী কৌশাল পান্ডে প্রচার সারলেন এলাকার প্রতিটি বাড়িতে বাড়িতে গিয়ে! সঙ্গে তার দলের কর্মীদের কে নিয়ে মানুষের সুবিধা অসুবিধা কথা তিনি শোনেন! শুধু তাই নয় এই দিন প্রার্থী কৌশাল পান্ডে তিনি বলেন এই এলাকায় কোন উন্নতি হয়নি! আমি জেতার পর সুবিধা অসুবিধা তাঁদের পাশে থাকবো! তাই মানুষের কাছে চাই তারা আমাকে ভোটে জয়ী করুক! এছাড়াও পাশাপাশি এই দিন বিজেপি নেতা পবন পান্ডে তিনি বলেন এই এলাকায় মানুষ খুবই দুর্বিসহ অবস্থায় রয়েছে! এলাকায় নোংরা আজ্জনায় ভর্তি সাফসোফাই নেই! তাই আমরা যদি জয়ী হয়ই এলাকায় সাফ থেকে শুরু করে প্রতিটি জায়গায় জায়গায় শৌচালয় তৈরী করবো! বিপদে আপদে মানুষ আমাদের কাছে পাবে! তাই চাই জনগণ দুহাত ভরে আমাদের আর্শীবাদ করুক!

Comments

Popular posts from this blog

তাপসীল জাতি আদিবাসী প্রাক্তন সৈনিক কৃষি বিকাশ শিল্প কেন্দ্র সাংবাদিক সম্মেলন

শুক্রবার আয়োজিত হল রেলওয়ে অসংগঠিত শ্রমিক ন্যায় ও অধিকার সম্মেলন সভা