2021 পৌরসভা নির্বাচনে নির্দল নিরপেক্ষ প্রার্থী মোহাম্মদ এনায়েত উল্লাহ আনসারী ভোটের প্রচার সারলেন সংবাদ মাধ্যমের মধ্যে দিয়ে
পৌরসভা ভোট মাত্র আর কয়েক টা দিন বাকি! ইতিমধ্যেই চলছে ভোটের প্রচার! বুধবার নিরপেক্ষ নির্দল দলের প্রার্থী মোহাম্মদ এনায়েত উল্লাহ আনসারী সংবাদ মাধ্যমে সামনে তিনি বলেন মানুষ যদি আমাকে সুযোগ দেয় তাহলে এলাকার উন্নয়ন থেকে শুরু করে শিক্ষা ব্যবস্থা মানুষের কাছে পৌঁছে যাবে প্রত্যেক ঘরে ঘরে! তিনি জয়যুক্ত হওয়ার পর 5 বছরের কি কি পরিকল্পনা রয়েছে শুনে নেওয়া যাক একবার! এলাকার ছেলে মেয়েদের বিনা পয়সায় পড়াশোনা সুযোগ, শৌচাগার তৈরী ব্যবস্থা, বৃক্ষ রোপন, ফ্রিতে গ্রন্থগার, বৃদ্ধাশম, চাকরি সুবিধা সহ্য আরও অনেক কিছু! তাই মোহুমদ এনায়েত আনসারী বিপুল ভোটের জয়যুক্ত করার আহব্বান জানিয়ে প্রচার সারলেন প্রার্থী নিজেই!
Comments