হিউম্যান রাইর্টস, এইচ, আর , আই, ডি ফাউন্ডেশনের পক্ষ্য বস্ত্র বিতরণ

ছট পুজো হিন্দুদের অতি প্রবিত্র পুজো! আর পাঁচটা রাজ্যে মতোই এই বাংলাতে ও ধুমধাম করে ছট পুজো পালিতো হল বুধবার ও বৃহস্পতিবার! হিউম্যান রাইর্টস এইচ, আর, আই, ডি ফাউন্ডেশনের পক্ষ্য থেকে ছটপুজো উপলক্ষে প্রত্যেক পূজার্থী মহিলাদের শাড়ি, নারকেল, বিতরণ করা হল বুধবার! উদ্যোগতা ওল বেঙ্গল প্রেসিডেন্ট কবিতা গুপ্তার উদ্যোগে হাওড়া মল্লিকঘাটে সন্নিকটে এই অনুষ্ঠানে আয়োজন করা হয়! তিনি নিজে উপস্থিত থেকে এবং করর্ডিনেটর স্বপন সমাজদ্দারে হাত দিয়েই এই দিন বহু মানুষের হাতে এই বস্ত্র তুলে দেন তারা! তবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মার্কেট এর চেয়ারম্যান অনিল গুপ্তা, নাথুপ্রসাদ শংকর, অশোক মুখ্যর্জি, করর্ডিনেটর স্বপ্ন সমাজদ্দার সহ্য আরও অনেকে! তবে ওল বেঙ্গল প্রেসিডেন্ট কবিতা গুপ্তার এই উদ্যোগকে বহু মানুষ স্বাগত জানিয়েছে এই দিন!

Comments

Popular posts from this blog

তাপসীল জাতি আদিবাসী প্রাক্তন সৈনিক কৃষি বিকাশ শিল্প কেন্দ্র সাংবাদিক সম্মেলন

শুক্রবার আয়োজিত হল রেলওয়ে অসংগঠিত শ্রমিক ন্যায় ও অধিকার সম্মেলন সভা