নিজের বাড়িতে লক্ষী আরাধনায় মাতলেন বিধায়ক স্বর্নকমল সাহা
শঙ্খ কাঁসর বাজিয়ে ধনদেবী আরাধনায় মাতলেন আপামর গোটা বাঙালি! বুধবার ধুপ ধুনো জ্বালিয়ে মা লক্ষীর আরোধনায় ব্যস্ততা ছিল প্রত্যেক বাড়িতে বাড়িতে! ঠিক তেমনি শত ব্যস্ততার মধ্যেও নিজের বাড়িতে লক্ষীপুজো আসরে মাতলেন বিধায়ক স্বর্নকমল সাহা! সস্ত্রীক সুনিতা সাহা সহ্য বাড়ি পুরো সদস্যদের নিয়ে এই দিন বাড়ি পুজো প্রাঙ্গনে দেখা গিয়েছে কাজের মানুষ কাছের মানুষ বিধায়ক স্বর্নকমল সাহা!
Comments