বেলেঘাটা শান্তি রঞ্জন কুঞ্জ উদ্যোগে আয়োজিত হল গান্ধী জয়ন্তী
শনিবার দেশজুড়ে পালিত হল 152 ত্তম গান্ধী জয়ন্তী! দিনভর বিভিন্ন জায়গায় গান্ধী জয়ন্তী উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানে আয়োজিত হয়! ঠিক তেমনি বেলেঘাটা গান্ধী আশ্রমে শান্তিরঞ্জন কুঞ্জ উদ্যোগে একটি একটি অনুষ্ঠানে আয়োজন করা হয়! যেখানে গান্ধী মূর্তিতে মাল্যদান করা হয়! এবং তার স্মৃতি উদন্মোচন করা হয়!অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি দীপক নিগালিয়া, আসপাক খান, সুনীল দিগষিত, অবিদূষয়েন, প্রেম ডুবে, মোহুমদ হাবিদ,42 নং ওয়ার্ডে ছাত্র পরিষদের সভাপতি মোহিত সিং, আজাফ বথা, সঞ্জয় সিং, ওঁম প্রকাশ গুপ্তা, সহ আরও অনেকে!
Comments