আসন্ন নির্বাচন মাত্র আর কয়েকটা দিন বাকি!ইতিমধ্যেই ভোটের প্রচার চলছে তুঙ্গে!22শে মার্চ BJMTC তরফ থেকে নির্বাচনকে কেন্দ্র করে কার্যকরী বৈঠক হল ভারতসেবা হলে!যেখানে বিভিন্ন জেলা থেকে কর্মীরা উপস্থিত হয়!এবং সভায় ছিলেন বহু বিশিষ্ট জনেরা! 
শুক্রবার আয়োজিত হল রেলওয়ে অসংগঠিত শ্রমিক ন্যায় ও অধিকার সম্মেলন সভা
   শুক্রবার রেলওয়ে অসংগঠিত শ্রমিক ন্যায় ও অধিকার সম্মেলন সভা হল সাঁতরাগাছি স্টেশন সংলগ্নে। সভায় উপস্থিত ছিলেন বিজেপি অন্যতম নেতা সায়ন্তন বসু,বিধায়ক নির্মল কুমার ধাড়া, bjmtu জেনারেল সেগেটারি বৈদ্য দে সহ আরও অনেকে। ২০১১ তে অভিষেক ব্যানার্জী এক টাকার ও মালিক ছিল না। এখন কয়েক কোটি কোটি টাকার মালিক। এখানে আছে মুখ্যমন্ত্রী পা চাটা শ্রমিক কনটাকরা।         মুখ্যমন্ত্রী নাম বলতে ঘৃনা করে। এই সভা থেকে এমনি হুশিয়ারি দিলেন BJMTU নেতা বৈদ্য দে। এই দিন সভার মঞ্চ থেকে তারা দাবী রাখেন অতিরিক্ত কাজের মজুরী বাধ্যতামূলক। বিশ্রাম কক্ষের ব্যবস্থা। নূন্যতম মজুরী প্রদান। অন্যায়ভাবে বরখাস্ত এবং নির্যাতনের অবসান। ক্যান্টিনের ব্যবস্থা।  তবে পাশাপাশি এই দিন এই দাবীগুলি নিয়ে ডেপুটেশন জমাদান দেন তারা। তবে সমগ্র অনুষ্ঠানে প্রধান ভূমিকায় ছিলেন BJMTU নেতা রাজেশ কুমার শর্মা। 


Comments