পিসি ভাইপো সরকারকে এ বাংলা থেকে জনগণ হারাবে
পিসি ভাইপো সরকারকে এ বাংলা থেকে জনগণ হারাবে! কয়লা চোর, গরু চোরেদের এই বাংলায় কোন জায়গা নেই! রবিবার প্রধানমন্ত্রী ব্রিগেড সভার উদ্দেশ্যে শিয়ালদা থেকে একটি মিছিলের আয়োজন করেন BJMTU!আর সেই মিছিলে দাঁড়িয়ে BJMTU সাধারণ সম্পাদক বৈদ্য দে এমনটাই বলেন! শুধু তাই নয় তিনি আরও বলেন এই বেইমান সরকারে এই বাংলায় কোন জায়গা হবে না! দিন এসেছে এদেরকে বিদায় জানাবার! তবে এই দিনের মিছিলে বহু মানুষের ঢল নামে ব্রিগেডে উদ্দেশ্যে!
Comments