নেতাজি সুভাষ চন্দ্র বসু 125 ত্তম জন্মবার্ষিকী উপলক্ষে শ্যামবাজার মোড় থেকে এক বিশাল মিছিলের সমাগম
নিজস্ব সংবাদদাতা কলকাতা : এবার নেতাজি সুভাষ চন্দ্র বসু 125 ত্তম জন্মবার্ষিকী উপলক্ষে শ্যামবাজার মোড় থেকে এক বিশাল মিছিলের সমাগম হয়!শেষ হয় ধর্মতলার মেয়ো রোডে! যেখানে রাজ্যে স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে পদযাত্রা করেন! সি আর এভিনিউ এভারগ্রিন স্পোটিং ক্লাবের উদ্যোগে ওই মিছিলের একটি ট্রেন্ডের আয়জন করা হয়! যেখানে এই দিনের পদযাত্রীদের বিশেষ পরিষেবা ব্যবস্থা করা হয়ে ছিল! মিছিলে উপস্থিত ছিল ফিরহাদ হাকিম, অভিনেত্রী সাংসদ নুসরাত জাহান, জীবন সাহা, মুমতাজ সংঘ মিতা, সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, অর্পিতা ঘোষ, ব্রাতো বসু, বিজয় সিং, জেনারেল সেগেটারি জাহিদ লাতিফ সহ আরও অনেক!
Comments