সৈহদ জাফর আবাসের উদ্যোগে আয়জিত হলো কম্বল বিতরণ অনুষ্ঠান

শনিবার সৈয়দ আজাহার আবাসের স্মৃতি উদন্মোচনে মধ্যে দিয়ে এবার কম্বল বিতরণ হল গ্রান্ড স্ট্রিটে অটোস্ট্যান্ডে সামনে! এই দিন বহু মানুষের হাতে কম্বল তুলে দেন উদ্যোক্তা সৈহদ জাফর আবাস! শীতের কম্বল পেয়ে খুশি এলাকার মানুষ! দু হাত ভোরে আশীর্বাদ করেন সৈহদ জাফর আবাসকে! তবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের প্রেসিডেন্ট পিয়াঙ্কা সাহা, কোর্ডিনেটর গোপাল চন্দ্র সাহা, ধীরেন ভাই, সাফুরুদ্দিন, পারভেজ হাসান সহ আরও অনেকে!