Posts

Showing posts from January, 2021

সৈহদ জাফর আবাসের উদ্যোগে আয়জিত হলো কম্বল বিতরণ অনুষ্ঠান

Image
শনিবার সৈয়দ আজাহার আবাসের স্মৃতি উদন্মোচনে মধ্যে দিয়ে এবার কম্বল বিতরণ হল গ্রান্ড স্ট্রিটে অটোস্ট্যান্ডে সামনে! এই দিন বহু মানুষের হাতে কম্বল তুলে দেন উদ্যোক্তা সৈহদ জাফর আবাস! শীতের কম্বল পেয়ে খুশি এলাকার মানুষ! দু হাত ভোরে আশীর্বাদ করেন সৈহদ জাফর আবাসকে! তবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের প্রেসিডেন্ট পিয়াঙ্কা সাহা, কোর্ডিনেটর গোপাল চন্দ্র সাহা, ধীরেন ভাই, সাফুরুদ্দিন, পারভেজ হাসান সহ আরও অনেকে!

মুসলিম রাষ্ট্রীয় মঞ্চ তরফে কলকাতা রাজপথে মিছিলের সমাবেশ

Image
স্বচ্ছ রাজনীতি দাবী নিয়ে এবার কলকাতার রাজপথে নামলেন মুসলিম রাষ্ট্রীয় মঞ্চ! বেশ কিছু দাবী দাওয়া নিয়েই তারা মিছিল শুরু করে ভবানীপুর গাঁজা পার্কের মোড় থেকে! শনিবার মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের তরফ থেকে এই মিছিলের আয়োজন করা হয়! মিছিল শুরু পরেই শ্যামপ্রসাদের বাড়ি হয়ে তারা মিছিলে আরও একটি অন্য দিকে মোড় নেয়! শ্যামাপ্রসাদের মূর্তি মাল্যদান করে 1 মিনিট নিরাবতা পালন করেন দলের সদস্যবৃন্দরা! তবে মিছিলে উপস্থিত ছিলেন মুসলিম রাষ্ট্রীয় মঞ্চরে সভাপতি তুষার চ্যাটার্জী, ওয়েস্ট বেঙ্গল রাজ্য প্রেসিডেন্ট আলী আফজল চাঁদ, মহম্মদ বদরোধ দোজা বিশ্বাস, কোহিনুর শেখ, মজিবর বৈদ্য, আফতার বিশ্বাস সহ আরও অনেকে! গ্রিন পলিটিক্স ক্লিন পলিটিক্স নিয়েই ছিল তাঁদের আজকের মিছিলের মূল বিষয়!

দ্যা ক্যালকাটা ইউনানী মেডিক্যাল কলেজে তরফে এক সাংবাদিক বৈঠক

এবার দ্যা ক্যালকাটা ইউনানী মেডিক্যাল কলেজ ও হাসপাতাল কে সরকারি অধিগ্রহন করার দাবী জানিয়ে কলকাতা প্রেস ক্লাবে একটি সাংবাদিক বৈঠক করেন মেডিক্যাল কলেজের ছাত্রছাত্রী ও কর্মচারীবৃন্দরা! কলেজের কর্মচারি থেকে শুরু করে ছাত্রছাত্রীদের অভিযোগ দ্যা ক্যালকাটা ইউনানী মেডিক্যাল কলেজ ও হাসপাতাল ধীরে ধীরে মৃত্যু মুখে ঢলে পড়ছে! শুধুই তাই নয় বহু ক্ষতি সমুখিন হতে হয়েছে তাঁদের! প্রশাসনকে জানিয়ে কোন সুরাহা মেলেনি! তবে তারা এই দিনের সাংবাদিক বৈঠকে সরকারে কাছে দাবী জানিয়ে বলেন এই কলেজটি সরকারি অধিগ্রহন করানো হোক! যদি সেটা তা না হয় তাহলে তারা আগামী দিন আরও বৃহত্তর অনশনে বসবেন!

লাইন্স ক্লাবের উদ্যোগে রক্তদান শিবির

Image
শনিবার ইয়াং লাইন্সে ক্লাব ওয়েল ফেয়ার সোসাইটির উদ্যোগে আয়োজিত হলো এক রক্তদান শিবির ক্যাম্প! বাঁশতলা ক্রোশিং মোড় সনিকটে এই অনুষ্ঠানে আয়োজন করা হয়! যেখানে বহু লোক স্বেচ্ছায় রক্তদান করেন! রক্তদান মহৎদান! সেই সেবায় এবার এগিয়ে এলো ইয়ং লাইন্সে ক্লাব ওয়েল ফেয়ার সোসাইটি! তবে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নরেশ চৌধুরী,AICW ওয়েস্ট বেঙ্গল জেনারেল সেগেটারি মনোজ গুপ্তা, মলেজ গুপ্তা, বিজয় ওঝা, বিধায়ক স্মিতা বক্সী, সঞ্জয় বক্সী, হরিশ শনি, প্রদীপ মজুমদার, লোকমান আলী, শৈবাল রায়, বিক্রম সিং সহ আরও অনেকে! তবে তাঁদের এই অনুষ্ঠান 34 বছরে পদার্পন করলো! শুধু রক্তদান নয় এর পাশাপাশি তারা সমাজে বিভিন্ন ধরণের সমাজসেবা মূলক কাজ করে থাকেন!

নেতাজি সুভাষ চন্দ্র বসু 125 ত্তম জন্মবার্ষিকী উপলক্ষে শ্যামবাজার মোড় থেকে এক বিশাল মিছিলের সমাগম

Image
নিজস্ব সংবাদদাতা কলকাতা : এবার নেতাজি সুভাষ চন্দ্র বসু 125 ত্তম জন্মবার্ষিকী উপলক্ষে শ্যামবাজার মোড় থেকে এক বিশাল মিছিলের সমাগম হয়!শেষ হয় ধর্মতলার মেয়ো রোডে! যেখানে রাজ্যে স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে পদযাত্রা করেন! সি আর এভিনিউ এভারগ্রিন স্পোটিং ক্লাবের উদ্যোগে ওই মিছিলের একটি ট্রেন্ডের আয়জন করা হয়! যেখানে এই দিনের পদযাত্রীদের বিশেষ পরিষেবা ব্যবস্থা করা হয়ে ছিল! মিছিলে উপস্থিত ছিল ফিরহাদ হাকিম, অভিনেত্রী সাংসদ নুসরাত জাহান, জীবন সাহা, মুমতাজ সংঘ মিতা, সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, অর্পিতা ঘোষ, ব্রাতো বসু, বিজয় সিং, জেনারেল সেগেটারি জাহিদ লাতিফ সহ আরও অনেক!

25 হাজার মানুষের সমাগম

Image
বিধানসভার ভোট মাত্র আর কয়েক টা দিন বাকি! তাই এখন থেকেই বিভিন্ন রাজনৈতিক দলের প্রস্তুতি চলছে তুঙ্গে! রবিবার আমফান, চাল চুরি, রেশন দুর্নীতি সহ ও বেশ কিছু দুর্নীতি নিয়ে কলকাতার বুকে বিশাল মিছিলের সমগম হলেন বিজেপি! class="separator" style="clear: both;"> রাজ্যসভাপতি দিলীপ ঘোষ, বিজেপি নেতা শুভেন্দু অধিকারী, কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী, ভারতী ঘোষ, ও দলীয় কর্মীদের নিয়ে বিশাল মিছিল দেখা যায় এই দিনে! তবে এই মিছিলে শুধুই দলীয় কর্মীরাই নয় মিছিলে পা মিলিয়ে ছিল বহু সাধারণ মানুষ! 25 হাজার মানুষের সমাগম দেখা যায় এই দিনে! টালিগঞ্জ ট্রাম ডিপু থেকে মিছিল শুরু হয় এবং শেষ হয় রাসবিহারীতে! মিছিলের মাঝ পথ থেকেই তৃণমূল কর্মীদের সঙ্গে বিজেপি ধস্তাধস্তি শুরু হয়! মাথা ফাটে এক বিজেপির কর্মী! ভাঙচুর হয় বিজেপি পতাকা!

Gold Rate in Kolkata (17th January 2021)

Image
Jan 17, 2021       ₹48,400 ( -10 )      ₹51,100 ( -10 ) The buyer of course ends up paying so much more in India, as compared to the international rates, because of so many costs involved. So, the best thing and the only thing that will help you make money is to look at prices. If gold rates in Kolkata today are low, you can make money or else you cannot. If you buy the metal as a compulsion, just buy and hold.