লাইন্স ক্লাবের উদ্যোগে রক্তদান শিবির
শনিবার  ইয়াং লাইন্সে  ক্লাব ওয়েল ফেয়ার সোসাইটির উদ্যোগে আয়োজিত হলো এক  রক্তদান শিবির ক্যাম্প! বাঁশতলা ক্রোশিং মোড় সনিকটে এই অনুষ্ঠানে আয়োজন করা হয়!  যেখানে বহু লোক স্বেচ্ছায় রক্তদান করেন! রক্তদান মহৎদান! সেই সেবায় এবার এগিয়ে এলো ইয়ং লাইন্সে  ক্লাব ওয়েল ফেয়ার  সোসাইটি! তবে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নরেশ চৌধুরী,AICW ওয়েস্ট বেঙ্গল জেনারেল সেগেটারি মনোজ গুপ্তা, মলেজ গুপ্তা, বিজয় ওঝা, বিধায়ক স্মিতা বক্সী, সঞ্জয় বক্সী, হরিশ শনি, প্রদীপ মজুমদার, লোকমান আলী, শৈবাল রায়, বিক্রম সিং সহ আরও অনেকে! তবে তাঁদের এই অনুষ্ঠান 34 বছরে পদার্পন করলো! শুধু রক্তদান নয় এর পাশাপাশি তারা সমাজে বিভিন্ন ধরণের   সমাজসেবা মূলক    কাজ করে থাকেন!
 


Comments