মুসলিম রাষ্ট্রীয় মঞ্চ তরফে কলকাতা রাজপথে মিছিলের সমাবেশ
স্বচ্ছ রাজনীতি দাবী নিয়ে এবার কলকাতার রাজপথে নামলেন মুসলিম রাষ্ট্রীয় মঞ্চ! বেশ কিছু দাবী দাওয়া নিয়েই তারা মিছিল শুরু করে ভবানীপুর গাঁজা পার্কের মোড় থেকে! শনিবার মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের তরফ থেকে এই মিছিলের আয়োজন করা হয়! মিছিল শুরু পরেই শ্যামপ্রসাদের বাড়ি হয়ে তারা মিছিলে আরও একটি অন্য দিকে মোড় নেয়! শ্যামাপ্রসাদের মূর্তি মাল্যদান করে 1 মিনিট নিরাবতা পালন করেন দলের সদস্যবৃন্দরা! তবে মিছিলে উপস্থিত ছিলেন মুসলিম রাষ্ট্রীয় মঞ্চরে সভাপতি তুষার চ্যাটার্জী, ওয়েস্ট বেঙ্গল রাজ্য প্রেসিডেন্ট আলী আফজল চাঁদ, মহম্মদ বদরোধ দোজা বিশ্বাস, কোহিনুর শেখ, মজিবর বৈদ্য, আফতার বিশ্বাস সহ আরও অনেকে! গ্রিন পলিটিক্স ক্লিন পলিটিক্স নিয়েই ছিল তাঁদের আজকের মিছিলের মূল বিষয়!
Comments