Posts

তৃণমূল কংগ্রেস প্রার্থী অভিষেক ব্যানার্জী সমর্থনে ১৯নং ওয়ার্ডে কর্মী সভা

Image
লোকসভা নির্বাচন দোরগোড়ায়। তাই বিভিন্ন জায়গায় প্রচার চলছে জোর কোদমে। কোথাও মিছিল কোথাও কর্মী সভা। প্রচারে ফাঁক রাখছে না শাসক ও বিরোধীরা।মঙ্গলবার আসন্ন লোকসভা নির্বাচন ডায়মন্ড হারবার কেন্দ্রে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসে প্রার্থী অভিষেক ব্যানার্জীর সমর্থনে মহেশতলা পৌরসভা ১৯নং ওয়ার্ডে তাজভিলা সন্নিকটে একটি কর্মী সভার আয়োজন করা হয়। এই সভার আহ্বায়ক মহেশতলা পৌরসভা উপ পৌরপ্রধান জনাব আবু তালেব মোল্লা।তবে সভাতে উপস্থিত ছিলেন পৌরপিতা শুভ নাগ চৌধুরী, জনাব সানোয়ার মোল্লা, রাজিয়া খাতুন, সভাপতি বিশ্বজিৎ নাথ, শচিব প্রদীপ নস্কর, বিষ্ঠুপদ সরদার, সুবোধ গায়েন,মহিলা নেত্রী পাপিয়া বৈরাগী, জিৎ নাথ, মুস্তাকিন হাজি সাহেব, মিন্টু শেখ সহ্য আরও অনেকে।

প্রয়াত ঋত্বিকা দাসে জন্মদিন উপলক্ষে দুঃস্থ মানুষদের খাবার ও অটোয়ালাদের জল বিতরণ

Image
ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জী হেলথ অর্গানাইজেশনে প্রতিবারে মতো এবারেও দুঃস্থ মানুষদের পাশে এসে দাঁড়ালেন এই সংস্থা। এই সংস্থার উদ্যোগে কখনও বিদ্ধাশ্রম, আবার কখনও গরীবদের জন্য খাবার ও বস্ত্র বিতরণ করে থাকে তারা । সমাজের স্বার্থে বিভিন্ন সামাজিক মূলক কাজ করতে দেখা যায় এদের কে। ঠিক তেমনি সোমবার ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জী হেলথ অর্গানাইজেশনে সদস্য চন্দ্রা দাসের প্রয়াত কন্যা ঋত্বিকা দাসে জন্মদিন উপলক্ষে এই দিন বেহালা থানার সন্নিকটে অটো স্ট্যান্ডে সমস্ত অটোয়ালাদের জল, ওয়ারেশ, টায়েল দেওয়া হয়। এছাড়াও তার পাশাপাশি দুঃস্থ মানুষদের খাবার বিতরণ করেন তারা। সংস্থার কর্ণধার অমিতাভ চক্রবর্তী ও চন্দ্রা দাস বলেন ঋত্বিকা সব সময় চাইতো সমাজে মানুষের জন্য কাজ করতে, মানুষের পাশে দাঁড়াতে। তাই আজ সে নেই কিন্তু আমরা তার কথা মাথায় রেখে তার জন্মদিন উপলক্ষে এই কাজ আমরা করছি।

সায়নী ডান্স ওয়ার্ল্ড এ বার্ষিক অনুষ্ঠান হল মোহিত মঞ্চে

Image
সায়নী ডান্স ওয়ার্ল্ড নৃত্য প্রশিক্ষন স্কুলের পরিচালনায় মোহিত মঞ্চ অডিটোরিয়ামে একটি আনুয়াল নৃত্য অনুষ্ঠান আয়োজিত হল। যেখানে ছোট বড় প্রত্যেকেই এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে। অনুষ্ঠানটি ছিল দেখার মতো। সায়নী ডান্স ওয়ার্ল্ড এ কর্ণধার সায়নী ব্যানার্জী জানান আমার এখানে শুধু ছোটরা নয় বড় ছোট প্রত্যেকেই খুবই আনন্দে মধ্যে দিয়ে সবাই ক্লাস করে। তিনি আরও বলেন আমি শুরু করে ছিলাম খুব ছোট কিছু নিয়ে আস্তে আস্তে বড় করার চেষ্টা করেছি। আগামী দিন যাতে আরও বড় করতে পারি সেই চিন্তা ভাবনাই আমরা করছি।

তৃণমূল কংগ্রেসে প্রার্থী শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ে সমর্থনে ২৫নং ওয়ার্ডের আয়োজিত একটি কর্মী সভা

Image
বৃহস্পতিবার ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসে প্রার্থী শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ে সমর্থনে মহেশতলা পৌরসভা ২৫নং ওয়ার্ডের আয়োজিত হল একটি কর্মী সভা। যেখানে উপস্থিত ছিলেন প্রধান অতিথি শুভ্রজিৎ কিশোর নাগ চৌধুরী, পৌরপিতা সেখ রেজাউল হক এছাড়াও উপস্থিত ছিলেন দলের সমস্ত কর্মীবৃন্দরা।তবে এই দিন এই কর্মী সভার মধ্যে দিয়ে ২৫নং ওয়ার্ডে পৌরপিতা সেখ রেজাউল হক বলেন এই ওয়ার্ডে সমস্ত মানুষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ে সাথে ছিল ও আগামী দিন দিনেও থাকবে। কারণ আমরা তার কাছে যা চেয়েছি আমাদের তাই দিয়েছে। তাই ২৫নং ওয়ার্ডে মানুষ তৈরী আছে আগামী ১লা জুন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দুই হাত ভরে ভোট দিয়ে জয়ী করার জন্য।
Image
Mamata Didi allowed atrocities against women in Sandeshkhali for vote bank: Amit Shah The campaign for the second phase of Lok Sabha elections is at its peak. The series of public meetings and roadshows by the BJP's star campaigner Amit Shah continue unabated. Shah is thoroughly engaged in connecting with the public through multiple roadshows and public meetings in two to three states throughout a day. Senior BJP leader Amit Shah, during the second phase of Lok Sabha election campaign, in Raiganj, West Bengal, while targeting Mamata Banerjee clearly stated that, 'In Sandeshkhali, Mamata Didi allowed atrocities against women due to her greed for the vote bank.' The people of Bengal are aware that the Mamata government conspired to protect criminals in Sandeshkhali for a long time. Despite being a woman Chief Minister, the Mamata government insulted the women power- ‘Nari Shakti’ of Sandeshkhali and continued to politicise such shameful incidents. Women in Bengal have see...
Image
BJP made Narendra Modi ji, someone from backward class, the PM; Modi ji appointed 35% backward and extremely backward MPs as ministers: Amit Shah Amidst the heated atmosphere of Lok Sabha elections, Union Home and Cooperation Minister and senior Bharatiya Janata Party leader Amit Shah is holding back-to-back public meetings and road shows. Shah has entered the field with full preparations to ensure the victory of the Bharatiya Janata Party and make Narendra Modi the Prime Minister of the country for the third time. In this connection, Amit Shah addressed a huge public meeting in Katihar, Bihar. In which he said, 'BJP made Narendra Modi ji of extremely backward caste the Prime Minister, Modi ji has made 35 percent backward and extremely backward MPs ministers. After becoming Prime Minister, Modi worked to give constitutional status to the OBC Commission. Further,27% reservation has been provided to the OBC community in all the services of the central government. Whereas, on the ot...

রবিবার ফেস বুক সর্বভারতীয় গ্রুপ সুস্বাদের একটি অফলাইন কনটেস্ট আয়োজিত হল

Image
রবিবার ফেস বুক সর্বভারতীয় গ্রুপ সুস্বাদের একটি অফলাইন কনটেস্ট আয়োজিত হল । কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকার প্রায় কুড়ি জন প্রতিযোগী " বাঙালিয়ানা নতুন রূপে " এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। ক্লাব ড্রিম ক্যাচার এই প্রতিযোগিতায় অ্যাসোসিয়েট পার্টনার হিসেবে যুক্ত হয়ে ছিল । ক্যাচ মশলা, নেসলে ইন্ডিয়া 'র পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত হওয়া এই প্রতিযোগিতায় অন্যান্য স্পন্সর রা হলেন হোম ওয়ার্ক, ফার্ম টু হোম শপ , প্রতিভা প্রকাশনী , মিডিয়া পার্টনার Hello Kolkata, Lions Club of Kolkata Magnates ।