বিশ্ব শান্তি মা কালী পুজো উপলক্ষে ভোগ বিতরণ করলেন নাগেশ সিং
বৈশাখ অমাবস্যা ২৭ এপ্রিল অর্থাৎ আজ (রবিবার)। বৈশাখ মাধব মাস নামেও পরিচিত এবং বৈশাখ অমাবস্যা যা ভগবান বিষ্ণুর প্রিয় বৈশাখ মাসে পড়ে তার বিশেষ তাৎপর্য রয়েছে। এই অমাবস্যায় দানশীলতা এবং সৎকর্মের গুরুত্ব রয়েছে। এই দিনে সূর্যোদয়ের আগে পবিত্র নদীতে স্নান করে সূর্যকে জল অর্পণ করলে অজান্তে করা সমস্ত পাপ মুছে যায়। এর পাশাপাশি, পূর্বপুরুষদের আত্মার শান্তির জন্য পিণ্ডদান, শ্রাদ্ধ ইত্যাদিও করা হয় এই দিন। বৈশাখ অমাবস্যা তিথি ২৭ এপ্রিল ভোর ৪ টে ৫০ মিনিটে শুরু হয়েছে এবং অমাবস্যা তিথি একই দিনে রাত ১ টা ০১ মিনিটে শেষ হবে। এই দিনে স্নান, ধ্যান, দান এবং পুণ্যকর্মের সুফল পাওয়া যায়। ভগবান বিষ্ণুর উপাসনা করলে এইদিন, মা লক্ষ্মীরও আশীর্বাদ লাভ হবে। বৈশাখ অমাবস্যার দিন সকালে গঙ্গাজল দিয়ে স্নান করুন। এর পর ভগবান বিষ্ণুর পুজো করুন। ঘিয়ের প্রদীপ জ্বালান। বাড়িতে ভগবান বিষ্ণুর মূর্তিকে গঙ্গাজল দিয়ে স্নান করান। এরপর হলুদ চন্দন লেপন করুন। হলুদ ফুল এবং তুলসী পাতা নিবেদন করুন।
পঞ্চমেব, পঞ্চামৃত ইত্যাদি নিবেদন করুন। ধূপ ও প্রদীপ দেখান। বিষ্ণু সহস্রনাম স্তোত্র বা বিষ্ণু চল্লিশা পাঠ করুন। ভগবান বিষ্ণুর আরতি করুন এবং পুজোর সময় যেকোনও ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করুন। রবিবার বড় বাজার বটতলা স্ট্রিটে সন্নিকটে একটি বিশ্ব শান্তি মা কালী মন্দির প্রতিষ্ঠা দিবস উপলক্ষে পুজো ভোগ বিতরণ করলেন বিশিষ্ট সমাজসেবী নাগেশ সিং। তবে শুধু এই দিনই নয় এই মন্দিরে পুজো উপলক্ষে প্রতি মাসে দুইবার করে ভোগ বিতরণ করেন তিনি। সমাজসেবী নাগেশ সিং বলেন ২০০৭ সাল থেকে আমি এর দায়িত্ব নিয়েছি। আমার এই ধরনের কাজ করতে খুব ভালো লাগে। তবে এই দিনের ভোগে ছিল পোলাও, খিচুড়ি, তরকারি, জিলিপি। তবে তিনি শুধু একা নন। পাশাপাশি বেশ কয়েকজন সহ কর্মীদের নিয়ে এই ধরনের কাজ করেন তিনি।
Comments