৫৯ নং ওয়ার্ড তপসিয়া ইউনিট তপসিয়া ইয়ুথ ক্লাবের পরিচালনায় আয়োজিত হল রক্তদান শিবির
১৯৯৫ সাল থেকে আন্তর্জাতিক রক্তদান দিবস পালন এবং ২০০০ সালে ‘নিরাপদ রক্ত’-এই থিম নিয়ে পালিত বিশ্ব স্বাস্থ্য দিবসের অভিজ্ঞতা নিয়ে ২০০৪ সালে দক্ষিণ আফ্রিকার জোহান্সবার্গে প্রথম পালিত হয়েছিলো আন্তর্জাতিক রক্তদাতা দিবস। ২০০৫ সালে বিশ্ব স্বাস্থ্য অধিবেশনের পর থেকে প্রতিবছর বিশ্ব স্বাস্থ্য সংস্থাও এ দিবস পালনের উদ্যোগ নিয়েছে। অস্ট্রিয়ার বংশোদ্ভূত জীববিজ্ঞানী কার্ল ল্যানস্টেইনার ট্রান্সফিউশন মেডিসিনের জনক। ১৮৬৮ সালের ১৪ জুন তিনি জন্মগ্রহণ করেন। তিনি ১৯০০ সালে মতান্তরে ১৯০১ সালে ব্লাড গ্রুপ সিস্টেম আবিস্কার করেন।
তার এই আবিস্কার উন্মোচন করে দিয়েছে চিকিৎসা বিজ্ঞানের এক বিশাল অধ্যায়। এর আগে রক্তদানের বিষয়টি মোটেও সহজ ছিলো না। তিনি ১৯৩০ সালে এবিও ব্লাড গ্রুপ আবিস্কারের জন্য নোবেল প্রাইজ পান। তার জন্মদিনে তাকে স্মরণ ও শ্রদ্ধা জানাতে ১৪ জুন উদযাপন করা হয় বিশ্ব রক্তদাতা দিবস। রবিবার ৫৯ নং ওয়ার্ড তপসিয়া ইউনিট তপসিয়া ইয়ুথ ক্লাবের পরিচালনায় আয়োজিত হল রক্তদান শিবির ক্যাম্প। এই দিন বহু মানুষ এই ক্যাম্পে রক্ত দিতে দেখা যায়। শুধু তাই নয় পাশাপাশি ছিল ছোট বাচ্ছাদের ব্যাগ বিতরণ অনুষ্ঠান। এবং আঁকা প্রতিযোগিতায় পাইজ ডিসটিবিউশন। উদ্যোগক্তা এসি ছটু ও তার টিম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক স্বর্ণকমল সাহা, কাউন্সিলার সন্দীপন সাহা, মন্ত্রী জাভেদ আহমেদ খান,সহ আরও অনেকে।
Comments