মঙ্গলবার AIKKMS এ মহা সমাবেশ শহীদ মিনারে ময়দানে
মঙ্গলবার শহীদ মিনার ময়দানে কৃষক ক্ষেতমজুর সমাবেশে পশ্চিমবাংলার সমস্ত জেলা থেকে হাজার হাজার কৃষক মজুর জমায়েত হয়েছেন। এই সমাবেশে ১৫ সহস্রাধিক মানুষ সমবেত হয়েছেন। স্লোগানে স্লোগানে মুখরিত ময়দান থেকে হাজার হাজার কন্ঠে আওয়াজ উঠছে সর্বনাশা কৃষি বিপণন খসড়া বিল"নিউ ন্যাশনাল পলিসি ফ্রেমওয়ার্ক অন এগ্রিকালচারাল মার্কেটিং"বাতিল করতে হবে, C2 + 50% হারে ফসলের এম এস পি নির্ধারণ করে আইন সঙ্গত করতে হবে, খাদ্যদ্রব্যের সামগ্রিক রাষ্ট্রীয় বাণিজ্য চালু করতে হবে, কৃষকের ঋণ মকুব করতে হবে, বিদ্যুৎ বিল ২০২৩ বাতিল করতে হবে এবং প্রিপেড স্মার্ট মিটার চালু করা চলবে না, জব কার্ডধারী মজুরদের অবিলম্বে কাজ চালু করে ২০০ দিনের কাজ ও দৈনিক ৬০০ টাকা মজুরি দিতে হবে, ষাটোর্ধ্ব কৃষক ও ক্ষেতমজুরদের মাসে ১০ হাজার টাকা পেনশন দিতে হবে, সরকারকে খরা- বন্যা- ভাঙ্গন প্রতিরোধে উপযুক্ত কার্যকরী ব্যবস্থা নিতে হবে।
সমাবেশের প্রধান বক্তা সংগঠনের সর্বভারতীয় সাধারণ সম্পাদক শংকর ঘোষ তার, বক্তব্যে বলেন, দেশের কৃষক সমাজ আজ এক গভীর সংকটের মধ্যে আছে। ফসলের দাম নেই অথচ সার, বীজ, কীটনাশক, বিদ্যুৎ- ডিজেল ইত্যাদি উপকরণ এর দাম ক্রমাগত বৃদ্ধির ফলে চাষের খরচ ভয়ংকর ভাবে বাড়ছে। ঋণের দায়ে প্রতিদিন ৫০ জনেরও বেশি চাষী আত্মহত্যা করছে। তিনি বলেন এই সংকটের কারণ হলো অতীতে কংগ্রেস সরকারের মত বর্তমানের বিজেপি সরকারও কর্পোরেট পুঁজিপতি শ্রেণীর স্বার্থে কৃষি নীতি গ্রহণ করছে। ইতিমধ্যে কর্পোরেট পুঁজি ও সিন্ডিকেট গুলি কৃষি ক্ষেত্রে তাদের শোষণ চালিয়ে যাচ্ছে।
এবার কেন্দ্রের বিজেপি সরকার যে নয়া খসড়া কৃষি বিল নিয়ে এসেছে তাতে কৃষি বিপণন সহ সমগ্র কৃষি ক্ষেত্রটি কর্পোরেট পুঁজির হাতে তুলে দেওয়া হবে।এর ফলে কৃষক ফসলের দাম পাবে না এবং কৃষকসহ সমগ্র আমজনতাকে কোম্পানি নির্ধারিত অতি উচ্চ দামে খাদ্যদ্রব্য কিনতে হবে। তিনি বলেন এই ব্যবস্থার মধ্যেও সামগ্রিক রাষ্ট্রীয় বাণিজ্য চালু করে খাদ্যদ্রব্যের দাম নিয়ন্ত্রণ করা সম্ভব কিন্তু সরকার তা করবে না। সরকার কর্পোরেট পুঁজির স্বার্থ রক্ষা করবে। তিনি বলেন ক্ষেতমজুরের অবস্থা আরো খারাপ। কাজের কোন ব্যবস্থা নেই, নেই বাঁচার মতো মজুরি। MGNREGA তে একশ দিনের কাজ বন্ধ। এখনো কোটি কোটি টাকা মজুরি বকেয়া। আন্দোলন দমন করার জন্য সরকার ফ্যাসিবাদী নানা আক্রমণ নামিয়ে আনবে। আমরা জানি কৃষক ক্ষেতমজুর অসহায় নয়। তারা এর বিরুদ্ধে লড়াই করে তুলতে সক্ষম। দিল্লির ঐতিহাসিক কৃষক আন্দোলন তার প্রমান।
তিনি এই সুবিশাল সমাবেশে সমবেত কৃষক ক্ষেতমজুরদের কাছে দেশজুড়ে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। তিনি বলেন,আমাদের দৃঢ় বিশ্বাস আমরা লড়বো, আমরা জিতব।
রাজ্য সম্পাদক গোপাল বিশ্বাসও বক্তব্য রাখেন।
সমাবেশের সভাপতিত্ব করেন সংগঠনের রাজ্য সম্পাদক পঞ্চানন প্রধান।
Comments