সোয়েতা আই ওয়েলফেয়ার সোশ্যাইটি উদ্যোগে আয়োজিত হল রক্তদান শিবির ক্যাম্প

রক্তদান হল কোন প্রাপ্তবয়স্ক সুস্থ মানুষের স্বেচ্ছায় রক্ত দেবার প্রক্রিয়া। এই দান করা রক্ত পরিসঞ্চালন করা হয় অথবা অংশীকরণের মাধ্যমে ঔষধে পরিণত করা হয়। উন্নত দেশে বেশিরভাগ রক্তদাতাই হলেন স্বেচ্ছায় রক্তদাতা, যারা সামাজিক দায়বদ্ধতা থেকে রক্তদান করেন। দরিদ্র দেশগুলোতে এ ধরনের প্রতিষ্ঠিত স্বেচ্ছায় রক্তদাতার সংখ্যা বেশ কম, বেশিরভাগ রক্তদাতাই কেবল তাদের পরিচিতজনদের প্রয়োজনে রক্তদান করে থাকেন। বেশির ভাগ রক্তদাতাই সমাজসেবামূলক কাজ হিসেবে রক্তদান করেন, তবে কিছু মানুষ পেশাদার রক্তদাতা, অর্থাৎ তারা অর্থ বা কোন ভাতার বিনিময়ে রক্তদান করে থাকেন। আবার রক্তদাতা তার ভবিষ্যত প্রয়োজনে রক্ত পেতে পারেন। রক্তদান অপেক্ষাকৃত নিরাপদ, তবে কিছু রক্তদাতার যে জায়গায় সূঁচ প্রবেশ করানো হয় সেখানে কালশিরে পড়ে, আবার কেউ কেউ রক্তদানের পর দুর্বলতা অনুভব করেন। রবিবার সোয়েতা আইওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে আয়োজিত হল রক্তদান শিবির। রক্তদান মহৎদান একফোঁটা রক্ত মানুষের জীবন কে ফিরিয়ে দেয়। তাই বিভিন্ন জায়গায় চলে এই ক্যাম্প। ঠিক তেমনি আগরপাড়া তেঁতুলতলা ক্ষয়ার রোডে সন্নিকটে এই ক্যাম্পের আয়োজন করা হয়। এই তাঁ...