যুব প্রগ্রেসিভ ওয়েলফেয়ার সোশ্যাইটি উদ্যোগে কম্বল বিতরণ হল শনিবার
যুব প্রগ্রেসিভ ওয়েলফেয়ার সোসাইটি উদ্যোগে কম্বল বিতরণ হল শনিবার। জৈন মেডিকেল সন্নিকটে এই অনুষ্ঠানে আয়োজন করা হয়। এই দিন বহু কে কম্বল তুলে দেওয়া হয়। উদ্যোগে রয়েছেন রঘুনাথ আগারওয়াল, বিমল সিং শেখাওয়াত, অশোক ঝা, প্রকাশ জোশি, সুরাজ সোনি, মনোজ জৈন, আকাশ পান্ডে সহ আরও অনেকে ।
Comments