শনিবার শ্রী শ্রী রামেশ্বর নাথ মহাদেব মন্দিরে ভোগ বিতরণ হল
সব তীর্থ বার বার গঙ্গা সাগর একবার" এই স্লোগান দিয়ে ভক্তরা বারবার গঙ্গাসাগরে পৌঁছে যাচ্ছেন। স্নানের গুরুত্ব মকর সংক্রান্তির দিন ধনু থেকে বের হয়ে সূর্য মকর রাশিতে প্রবেশ করে। এই সময়কালে গঙ্গায় স্নান করাকে পুণ্যস্নান বলা হয়। এটি পূর্ব ভারতের বৃহত্তম মেলা। কথিত আছে যে গঙ্গায় স্নানের পরে রোদে অর্ঘ্য অর্পণ করা বিশেষ ফল দেয়। এটা বিশ্বাস করা হয় যে কেবল গঙ্গাসাগরে ডুবিয়ে নিলে সমস্ত পাপ ধুয়ে যায়। পুরাণ অনুসারে, মকর সংক্রান্তির খুব দিনেই মা গঙ্গা ভাগীরথের পূর্বপুরুষ সাগর রাজা এবং তাঁর হাজার পুত্রকে মুক্তি দিয়েছিলেন। শনিবার শ্রী শ্রী রামেশ্বর নাথ মহাদেব মন্দিরে সকাল থেকে সন্ধে পর্যন্ত বহু লোকের ভান্ডারা আয়োজন করা হল। এখানকার মহারাজ শ্রী ভুবন পরিজী মহারাজ বলেন প্রতি বছর জানুয়ারি মাসে ১৪ তারিখে এই অনুষ্ঠান গঙ্গা সাগর যাত্রীদের উদ্দেশ্যে করে থাকি। যাত্রীরা এখানে ভোগ গ্রহণ করেন। তবে এই দিনের ভোগ ছিল খুবই সুস্বাদ্ধ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লাল বাহাদুর পাঠক, দ্বারা সিং, পৌরপিতা বিজয় ওঝা সহ আরও অনেকে।

Comments