সংগীত শিল্পী জয়া নাগ ও শ্রাবনী সেন যৌথ প্রচেষ্টায় একটি গানের অ্যালবাম আসতে চলেছে

গান গুরুমুখী বিদ্যা। পুরাতনের হাত ধরে এগিয়ে দেওয়া ছাড়া এই ক্ষেত্রে নবীনের বেড়ে ওঠা প্রায় অসম্ভব। তাই সম্প্রতি এক নবীনার হাত ধরেছেন এক প্রবীনা, যাঁর কন্ঠের মাধুরীতে আপামর বাঙালি ভেসে চলেছে বহু বছর ধরে৷ রবীন্দ্রনাথের গানের সমার্থক হিসেবে বলা যায় শ্রাবণী সেনের নাম৷ তিনিই এবার জুটি বাঁধলেন উদীয়মান সঙ্গীতশিল্পী জয়া নাগের সঙ্গে। ওঁদের যৌথ একটি কাজ হৃদয়ের এ কূল ও কূল×ক্ষেপা তুই না জেনে সম্প্রতি আসতে চলেছে ডিজিটাল মাধ্যমে। আগেও এই গানের কাজ আমরা শুনেছি, কিন্তু এই কাজটির গায়কী এবং পরিবেশনা অভিনবত্বই কাজটি বাকিদের চেয়ে ভিন্ন করে। গানটির অনবদ্য সঙ্গীতায়োজন করেছেন টুনাই দেবাশীষ গাঙ্গুলি এবং রেকর্ডিং হয়েছে স্টুডিও ভাইব্রেশনে গৌতম বসুর তত্ত্বাবধানে৷ মিক্সিং মাস্টারিং করেছেন বব ফুকান (চেন্নাই)। গানটির দৃশ্যায়নটিও বড় মধুর। কিছু দৃশ্য ইনডোর হলেও বাকিটায় দেখা যাবে বীরভূমের শান্তিনিকেতন এবং জয়দেবকে। একদিকে কোপাই আর অন্যদিকে অজয় যেন এই গানের দুটি হৃদয়ের দুই কূল, যার একদিকে লালন আর অন্যদিকে রবীন্দ্রনাথ। আবার এও বলা যায় এই নদী পার করেই প্রবীনের নবীনকে সামনের দিকে এগিয়ে দেওয়া। দৃশ্যায়নটির ভাবনায় রয়েছে জয়া নাগ এবং টুনাই দেবাশীষ গাঙ্গুলি। দৃশ্যায়ন পরিচালনায় জয়া নাগ৷

Comments

Popular posts from this blog

তাপসীল জাতি আদিবাসী প্রাক্তন সৈনিক কৃষি বিকাশ শিল্প কেন্দ্র সাংবাদিক সম্মেলন

শুক্রবার আয়োজিত হল রেলওয়ে অসংগঠিত শ্রমিক ন্যায় ও অধিকার সম্মেলন সভা