ইউনাইটেড এন, জি, ও এন্ড সোশ্যাল ওয়াকার্স ফোরামের উদ্যোগে আঁকা প্রতিযোগিতা

প্রাকৃতিক, সামাজিক ও রাজনৈতিক ভাঙা-গড়া উত্থান-পতন সবকিছুর মধ্যেই লুকিয়ে আছে শিল্প। পৃথিবীর যাবতীয় বস্তু সমূহ সৃষ্টি, স্থিতি, অবস্থা ক্রমবিকাশের মধ্যেই লুকিয়ে আছে শিল্প। পৃথিবীর যাবতীয় জাগতিক গুন, মানবিক আবেদন আর জীবজগতের আচরণের মধ্যে লুকিয়ে আছে শিল্প। আর সেইসব ঘটনাবলী চিত্রিতরূপে ধরে রাখার জন্য ছবি আঁকার প্রয়োজন। বিভিন্ন সময়ে ছবি বিভিন্ন কালের ছবি বিভিন্ন কালের বা যুগের দর্পন। ছবির মধ্য দিয়ে মানুষের জীবনের বিভিন্ন দিকের প্রতি আলো ফেলা যায়। গুহাচিত্রের পর এল মাটির দেওয়াল, তালপাতা আর কাঠের পাটা। চিত্রপটে যুগে যুগে এলো আদিম শিকারি জীবন, কৃষিকাজের যুগ, রাজা-বাদশা জীবন। প্রাধান্য পেল কখনো কখনো নর্তকী দেবদাসী।
আধুনিক যুগে এল দরিদ্র মানুষের কথা, আনন্দের কথা, সংগ্রামের কথা, লড়াইয়ের কথা, ছবিতে স্থান মহাযুদ্ধের বিষয় আর যন্ত্রসভ্যতার কথা। শিল্পের গুন ও গুরুত্ব ফুটে উঠলো তখনই যখন শিল্প মানুষের জীবনের দিককে তুলে ধরলো।ইয়ুথ উৎসব মেলা ২০২৪। শনিবার ইউনাইটেড এন জি ও এন্ড সোশ্যাল ওয়ার্কার্স ফোরামের পরিচালনায় আয়োজিত হল ছোট ছোট বাচ্ছাদের আঁকা প্রতিযোগিতা। শুধু তাই নয় পাশাপাশি ছিল আই চেকাপ ক্যাম্প। এই প্রতিযোগিতায় বহু ছোট ছোট বাচ্ছারা অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় যারা ফাস্ট, সেগেন্ট, থার্ড হয়েছে তাঁদের জন্য ছিল বিশেষ পুরস্কার। তবে অনুষ্ঠানটি সফল হয় কামরান হোসেন, দাঁড়াক্ষা ইমতিয়াজ, লাকি আলী, সাবির আলী, গুলাম রাব্বানী, ইয়াসমিন সুলতানা সহ আরও বেশ কয়েকজনের প্রচেষ্টায়। সমগ্র অনুষ্ঠানটি আয়োজন করা হয় পার্ক সার্কাস ময়দানে।

Comments

Popular posts from this blog

শুক্রবার আয়োজিত হল রেলওয়ে অসংগঠিত শ্রমিক ন্যায় ও অধিকার সম্মেলন সভা

বিহার দিবস উপলক্ষে ৩৫নং ওয়ার্ডে রানিয়া ৩০ফুট অটো স্ট্যান্ডে সন্নিকটে আয়োজিত হল একটি সাংকৃতি অনুষ্ঠান

শুক্রবার ডমরু নিনাদে পরিচালনায় আয়োজিত হল স্বরণে রবীন্দ্রনাথ রবীন্দ্র নৃত্য উৎসব