শিশু দিবস সিনেমা মুক্তি পেলে ১৯ জানুয়ারি
আজকের শিশুটি আগামী দিনের ভবিষ্যৎ। একটি শিশুকে গড়ে তোলার জন্য প্রথমে শিশুর পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় অধিকার নিশ্চিত করতে হবে। ১৯২৪ সালে জেনেভায় আন্তর্জাতিক সম্মেলনে শিশু অধিকার ঘোষণা করা হয়। এরই ধারাবাহিকতায় ১৯৫৯ সালে জাতিসংঘে শিশু অধিকার সনদ ঘোষণা করা হয়। যা চারটি ভাগে বিভক্ত। বর্তমানে বাংলাদেশের আইনে ১৮ বছর বয়স পর্যন্ত শিশু হিসেবে স্বীকৃতি দেয়া হয়েছে। কিন্তু আমাদের দেশে দিন দিন শিশুশ্রমিক বৃদ্ধি পাচ্ছে। দেশের যে প্রান্তে তাকাই সেখানেই দেখতে পাই হাজার হাজার শিশু, শ্রম দিচ্ছে গার্মেন্টস, কলকারখানা, হোটেল ও গ্যারেজে। আবার অনেকেই বাস, টেম্পু এসবের হেল্পারি করে যাচ্ছে।
বাংলাদেশের শিশুশ্রমের অবস্থান শীর্ষক এক সমীক্ষায় শিশুশ্রমের যে কারণ গুলো দেখানো হয়েছে তার মধ্যে চরম দারিদ্রতা, শিক্ষার অভাব, পরিবারের উপার্জন কারীর মৃত্যু, পিতৃ বিয়োগ, প্রাকৃতিক দুর্যোগ ইত্যাদি উল্লেখযোগ্য। যে বয়সে শিশুর হাতে থাকার কথা বইখাতা কলম সেই বয়সে জীবন সংগ্রামের জন্য হাতে তুলে নিচ্ছে শ্রমের হাতিয়ার। নিজে কিংবা তার পরিবারের জন্য দু মুঠো খাবার জোগাতে তারা এসব ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত রয়েছে। কিন্তু এটা জানা উচিত। একটি শিশু গড়তে হলে করতে হবে যত্ন,
সেই শিশুটি বড় হলে হবে দেশের রত্ন ”তাই শিশু শ্রম বন্ধ করে আগামী দিনের জন্য তাঁদের এগিয়ে নিয়ে গিয়ে সমাজে প্রতিষ্ঠিত করা উচিত প্রত্যেক শিশুকে।সমাজে শিশুরা কত টা বঞ্চিত হচ্ছে সেই দিকে নজর কারতে প্রযোজক ও পরিচালক শিব প্রসাদ চক্রবর্তী পরিচালিত শিশুদের নিয়ে তৈরী করলেন শিশু দিবস সিনেমা। ২৫০০জন শিশু এবং ২০০জন বিশেষ শিশুদের নিয়ে এই সিনেমা নির্মাণ করলেন আলেকজেন্ডার ফিল্মস। ছবি টি মুক্তি পেলেও ১৯ জানুয়ারি শুক্রবার। শিশুদের নিয়ে এই সিনেমা দর্শকদের উচ্ছাস ছিল অনেকটাই। স্বরিবার কে নিয়ে হলে বসে এই ছবি দেখার মত।
Comments