৯৩নং ব্লক ক্রীড়া ও সাংস্কৃতিক পর্ষদে পরিচালনায় আয়োজিত হল রক্তদান শিবির
স্বেচ্ছায় নিজের রক্ত অন্য কারো প্রয়োজনে দান করাই রক্তদান। তবে রক্তদাতাকে অবশ্যই পূর্ণবয়স্ক অর্থাৎ ১৮ বছর বয়স হতে হয়। প্রতি তিন মাস অন্তর প্রত্যেক সুস্থ ও প্রাপ্তবয়স্ক নর-নারী নিশ্চিন্তে ও নিরাপদে রক্তদান করতে পারেন। এতে স্বাস্থ্যে কোনো ধরনের ক্ষতিকর প্রভাব পড়ে না। তবে রক্তদানের পদ্ধতি ও পরবর্তী প্রভাব সম্পর্কে অজ্ঞতা ও অযথা ভীতির কারণে অনেকেই রক্ত দিতে দ্বিধান্বিত হন। কিন্তু রক্তদানেরও যে উপকারিতা রয়েছে, সে কথা আমরা কয়জনই বা জানি?রবিবার ৯৩নং ব্লক ক্রীড়া ও সাংস্কৃতিক পর্যদে পরিচালনায় আয়োজিত হল রক্তদান শিবির ক্যাম্প। যোধপুর পার্ক বাজারে সন্নিকটে এই অনুষ্ঠানটি আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা সাংসদ মালা রায়, সভাপতি রতন দে, কার্যকরী সভাপতি বিজয় দত্ত, মুখ্য উপদেষ্টা বিধায়ক দেবাশীষ কুমার, যুন্ম সম্পাদক নিমাই মন্ডল, অনুপ দাস, রুমা মন্ডল।
Comments