আনন্দ প্রকাশন আয়জন করল সাহিত্যতিক দিলীপ রায়ে ৬৬ত্তম জন্মদিন উদযাপন
সাহিত্য (Literature)-কে বলা হয় মানব ও সমাজ জীবনের দর্পণ বা প্রতিচ্ছবি। মানবজীবনের বিভিন্ন দিক নিয়ে সাহিত্যের বিকাশ ঘটে। সাহিত্যে মানব মনের সুখ-দুঃখ, আনন্দ-বেদনা এবং মানবজীবনের শাশ্বত ও চিরন্তন অনুভূতি প্রতিফলিত হয়।ইংরেজি ‘লিটারেচার’ (Literature)-এর প্রতিশব্দ হিসেবে ‘সাহিত্য’ শব্দটি আমরা ব্যবহার করে থাকি। কিন্তু ‘Literature’ বলতে ব্যাপক অর্থে যাবতীয় লিখিত ও মুদ্রিত গ্রন্থ বা রচনাকে বুঝায়। এমনকি রেলগাইড, রান্নার বই, পঞ্জিকা, আইনগ্রন্থ কিংবা বলবর্ধক টনিকের গুণাগুণ সম্বলিত নির্দেশিকাকেও বোঝায়। কিন্তু ‘সাহিত্য’ প্রকৃত অর্থে উল্লেখিত বিষয়গুলোর মতো নয়।’সাহিত্য’ বলতে আমরা সেসব রচনাকেই স্বীকৃতি দেই, যেগুলো জীবন প্রবাহের বিচিত্র ও জটিল অভিজ্ঞতাসমূহকে মন্থন করে কোনো ‘বিশেষ সৃজন’ রূপে যার সৃষ্টি বা উদ্ভব।
মঙ্গলবার প্রকাশন আয়োজন করলো বিশিষ্ট সাহিত্যক দিলীপ রায় এর ৬৬ত্তম জন্মদিন উদযাপন ও সাহিত্য সমাবেশ। আনন্দ প্রকাশনে সম্পাদক আনন্দ মন্ডল তিনি নিজে দাঁড়িয়ে থেকে দিলীপ বাবু কে সংবর্ধনা করেন। এই দিন তার সহ্য কর্মীদের সাথে কেক কেটে দিন টি সেলিব্রেশন করা হয়। এছাড়াও ছিল গান, আবৃত্তি,।তবে অনুষ্ঠানটি প্রথম থেকে শেষ পর্যন্ত বিশেষ সক্রিয় ভূমিকায় দেখা যায় কবি ও সংগীত শিল্পী নবলতা শীলকে। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন নিগমানন্দ মন্ডল।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অদিতি সেনগুপ্ত মুখ্যর্জি, নিপা চক্রবর্তী, যতীন দাস, সুনীল বণিক, রত্না সেনগুপ্ত, অজয় ভট্টাচার্য, সুশান্ত ঘোষ সহ্য আরও অনেকে।
Comments