সংহতি সাহিত্য পরিবারে পরিচালনায় আয়োজিত হল আত্মপ্রকাশ ও মোড়ক উন্মোচন অনুষ্ঠান

সাহিত্য (Literature)-কে বলা হয় মানব ও সমাজ জীবনের দর্পণ বা প্রতিচ্ছবি। মানবজীবনের বিভিন্ন দিক নিয়ে সাহিত্যের বিকাশ ঘটে। সাহিত্যে মানব মনের সুখ-দুঃখ, আনন্দ-বেদনা এবং মানবজীবনের শাশ্বত ও চিরন্তন অনুভূতি প্রতিফলিত হয়।ইংরেজি ‘লিটারেচার’ (Literature)-এর প্রতিশব্দ হিসেবে ‘সাহিত্য’ শব্দটি আমরা ব্যবহার করে থাকি। কিন্তু ‘Literature’ বলতে ব্যাপক অর্থে যাবতীয় লিখিত ও মুদ্রিত গ্রন্থ বা রচনাকে বুঝায়। প্রাচ্যের সাহিত্য সমালোচক শ্রীশচন্দ্র দাস তাঁর ‘সাহিত্য সন্দর্শন’ গ্রন্থের ১৭নং পৃষ্ঠায় সাহিত্যের সংজ্ঞা প্রসঙ্গে বলেছেন- ”নিজের কথা, পরের কথা বা বাহ্য-জগতের কথা সাহিত্যিকের মনোবীণায় যে সুরে ঝংকৃত হয়, তাহার শিল্পসংগত প্রকাশই সাহিত্য। রবিবার সংহতি সাহিত্য পরিবারে পরিচালনায় আত্মপ্রকাশ ও মোড়ক উন্মোচন অনুষ্ঠান হল, কৃষ্ণপদ মেমোরিয়াল হলে। অনুষ্ঠানে মধ্যে দিয়ে সবাইকে বিশেষ সম্মানে সমানিত করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবি অজয় চক্রবর্তী, কবি অরুন কুমার চক্রবর্তী সহ্য আরও অনেক বিশেষ গুণী জনেরা। তবে সমগ্র অনুষ্ঠানেটি যাদের অক্লান্ত পরিশ্রমের প্রচেষ্ঠায় হয়েছে তারা হলেন শুভ্রাশু ভাদুড়ী,সমর ভদ্র, বাসন্তী দাস এবং প্রথম থেকে শেষ পর্যন্ত অনুষ্ঠানে বিশেষ ভূমিকায় দেখা গেছে ভার্গব বিন্দাসকে।

Comments

Popular posts from this blog

শুক্রবার আয়োজিত হল রেলওয়ে অসংগঠিত শ্রমিক ন্যায় ও অধিকার সম্মেলন সভা

বিহার দিবস উপলক্ষে ৩৫নং ওয়ার্ডে রানিয়া ৩০ফুট অটো স্ট্যান্ডে সন্নিকটে আয়োজিত হল একটি সাংকৃতি অনুষ্ঠান

শুক্রবার ডমরু নিনাদে পরিচালনায় আয়োজিত হল স্বরণে রবীন্দ্রনাথ রবীন্দ্র নৃত্য উৎসব