Posts

Showing posts from December, 2021

এবার 54 নং ওয়ার্ডে বিনা উন্নয়নে অভিযোগ জানিয়ে সংবাদ মাধ্যমের সামনে বক্তব্য রাখেন নিরপেক্ষ দলের প্রার্থী এনায়েত উল্লাহ আনসারী

Image
এবার 54 নং ওয়ার্ডে বিনা উন্নয়নে অভিযোগ জানিয়ে সংবাদ মাধ্যমের সামনে বক্তব্য রাখেন 2021 নিরপেক্ষ নির্দল দলের পৌর প্রার্থী এনায়েত উল্লাহ আনসারী! তিনি বলেন এই 54 নং ওয়ার্ডে এলাকায় সাধারণ মানুষ বিভিন্ন সমস্যায় ভুগছে! নেই কোন ছোট ছোট ছেলে মেয়েদের শিক্ষা ব্যবস্থা! নেই এলাকা পরিষ্কার পরিছন্ন বলছে সাধারণ মানুষ! বর্ষা পড়লেই এলাকায় জল জমে রাস্তায় রাস্তায়! হেলদোল নেই এই এলাকার কাউন্সিলার আমিরুদ্দিন ববি! এমনটাই জানাচ্ছেন প্রার্থী এনায়েত উল্লাহ আনসারী! সূত্রের এলাকার বাড়ছে ইংলিগাল বাড়ি! শনিবার এই ধরনের বেশ কিছু অভিযোগ নিয়েই সংবাদ মাধ্যমের সামনে বক্তব্য রাখলেন নিরপেক্ষ নির্দল দলের পৌর প্রার্থী এনায়েত উল্লাহ আনসারী ও ওয়াজদা এনামঃ আনসারী!

রবিবার ভোটের প্রচার সারলেন 57 নং ওয়ার্ডে পৌরো প্রার্থী জীবন সাহা

Image
এবার পায়রা উড়িয়ে প্রচারে নামলেন 57 নং ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসে পৌরো প্রার্থী জীবন সাহা মহাশয়! শুধু তাই নয় সাথে ছিল ব্যাঙ্কপার্টি বাজনা! রবিবার সকাল সকাল পথসভার মধ্যে দিয়ে বাড়ি বাড়ি প্রচার সারলেন তিনি! সাধারণ মানুষ তাকে পেয়ে খুশি! পুষ্প বৃষ্টি করে এবং ফুলের স্তবক হাতে দিয়ে তাকে স্বাগত জানাতে ভোলেনি এলাকার মানুষ! তাই কাছের মানুষ কাজের মানুষ জীবন সাহা মহাশয়কে জোড়া ফুলে ভোট দিয়ে জয়ী করার আহ্বান জানান তারা! তবে এই দিন প্রচারে পথসভা ছিল চোখে পড়ার মতো! নারী পুরুষ উভয় মিলে জীবন সাহা মহাশয়ে সঙ্গে পা মেলান তারা!

ভোটের প্রচার সারলেন 75 নং ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস প্রার্থী নিজামুদ্দিন শ্যামস

Image
মাত্র আর কয়েক টা দিন বাকি পৌরসভা নির্বাচন! ইতিমধ্যেই voterমাত্র আর কয়েক টা দিন বাকি পৌরসভা নির্বাচন! ইতিমধ্যেই ভোটের প্রচার থেকে শুরু করে দেওয়াল লিখন হোডিং লাগানো চলছে তুঙ্গে! ঠিক তেমনি শনিবার 75 নং ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের পৌরো প্রার্থী নিজামুদ্দিন শ্যামস ভোটের প্রচার সারলেন বাড়িতে বাড়িতে গিয়ে! তাকে পেয়ে খুশি এলাকার মানুষ! প্রার্থী কে নানা সুবিধা অসুবিধা কথা বলেন সাধারণ মানুষ! তবে এই দিন ভোটের প্রচারে সাথে প্রাক্তন কোর্ডিনেটর বেলকুইস বেগমকে সঙ্গে নিয়ে বাড়িতে বাড়িতে যান তিনি! হাতে লিফ্টলেট্ দিয়ে সমস্ত মানুষকে জোড়াফুলে ভোট দেওয়ায় আহ্বান জানান তারা!

2021 পৌরসভা নির্বাচনে নির্দল নিরপেক্ষ প্রার্থী মোহাম্মদ এনায়েত উল্লাহ আনসারী ভোটের প্রচার সারলেন সংবাদ মাধ্যমের মধ্যে দিয়ে

Image
পৌরসভা ভোট মাত্র আর কয়েক টা দিন বাকি! ইতিমধ্যেই চলছে ভোটের প্রচার! বুধবার নিরপেক্ষ নির্দল দলের প্রার্থী মোহাম্মদ এনায়েত উল্লাহ আনসারী সংবাদ মাধ্যমে সামনে তিনি বলেন মানুষ যদি আমাকে সুযোগ দেয় তাহলে এলাকার উন্নয়ন থেকে শুরু করে শিক্ষা ব্যবস্থা মানুষের কাছে পৌঁছে যাবে প্রত্যেক ঘরে ঘরে! তিনি জয়যুক্ত হওয়ার পর 5 বছরের কি কি পরিকল্পনা রয়েছে শুনে নেওয়া যাক একবার! এলাকার ছেলে মেয়েদের বিনা পয়সায় পড়াশোনা সুযোগ, শৌচাগার তৈরী ব্যবস্থা, বৃক্ষ রোপন, ফ্রিতে গ্রন্থগার, বৃদ্ধাশম, চাকরি সুবিধা সহ্য আরও অনেক কিছু! তাই মোহুমদ এনায়েত আনসারী বিপুল ভোটের জয়যুক্ত করার আহব্বান জানিয়ে প্রচার সারলেন প্রার্থী নিজেই!

45 নং ওয়ার্ডে প্রচার সারলেন বিজেপি প্রার্থী কৌশাল পান্ডে

Image
মাত্র আর কয়েক টা দিন বাকি পৌরসভা নির্বাচন! ইতিমধ্যেই প্রচার চলছে তুঙ্গে! ঠিক তেমনি বৃহস্পতিবার 45 নং ওয়ার্ডে বিজেপি প্রার্থী কৌশাল পান্ডে প্রচার সারলেন এলাকার প্রতিটি বাড়িতে বাড়িতে গিয়ে! সঙ্গে তার দলের কর্মীদের কে নিয়ে মানুষের সুবিধা অসুবিধা কথা তিনি শোনেন! শুধু তাই নয় এই দিন প্রার্থী কৌশাল পান্ডে তিনি বলেন এই এলাকায় কোন উন্নতি হয়নি! আমি জেতার পর সুবিধা অসুবিধা তাঁদের পাশে থাকবো! তাই মানুষের কাছে চাই তারা আমাকে ভোটে জয়ী করুক! এছাড়াও পাশাপাশি এই দিন বিজেপি নেতা পবন পান্ডে তিনি বলেন এই এলাকায় মানুষ খুবই দুর্বিসহ অবস্থায় রয়েছে! এলাকায় নোংরা আজ্জনায় ভর্তি সাফসোফাই নেই! তাই আমরা যদি জয়ী হয়ই এলাকায় সাফ থেকে শুরু করে প্রতিটি জায়গায় জায়গায় শৌচালয় তৈরী করবো! বিপদে আপদে মানুষ আমাদের কাছে পাবে! তাই চাই জনগণ দুহাত ভরে আমাদের আর্শীবাদ করুক!