এবার 54 নং ওয়ার্ডে বিনা উন্নয়নে অভিযোগ জানিয়ে সংবাদ মাধ্যমের সামনে বক্তব্য রাখেন নিরপেক্ষ দলের প্রার্থী এনায়েত উল্লাহ আনসারী
এবার 54 নং ওয়ার্ডে বিনা উন্নয়নে অভিযোগ জানিয়ে সংবাদ মাধ্যমের সামনে বক্তব্য রাখেন 2021 নিরপেক্ষ নির্দল দলের পৌর প্রার্থী এনায়েত উল্লাহ আনসারী! তিনি বলেন এই 54 নং ওয়ার্ডে এলাকায় সাধারণ মানুষ বিভিন্ন সমস্যায় ভুগছে! নেই কোন ছোট ছোট ছেলে মেয়েদের শিক্ষা ব্যবস্থা! নেই এলাকা পরিষ্কার পরিছন্ন বলছে সাধারণ মানুষ! বর্ষা পড়লেই এলাকায় জল জমে রাস্তায় রাস্তায়! হেলদোল নেই এই এলাকার কাউন্সিলার আমিরুদ্দিন ববি! এমনটাই জানাচ্ছেন প্রার্থী এনায়েত উল্লাহ আনসারী! সূত্রের এলাকার বাড়ছে ইংলিগাল বাড়ি! শনিবার এই ধরনের বেশ কিছু অভিযোগ নিয়েই সংবাদ মাধ্যমের সামনে বক্তব্য রাখলেন নিরপেক্ষ নির্দল দলের পৌর প্রার্থী এনায়েত উল্লাহ আনসারী ও ওয়াজদা এনামঃ আনসারী!