কুমিল্লা কাণ্ডে ঘটনা প্রতিবাদ জানিয়ে পথে নামলেন বঙ্গযোদ্ধার, যোদ্ধারা
এবার বাংলাদেশে কুমিল্লা কাণ্ডে ঘটনা এবং বাঙালিদের অধিকারে দাবী জানিয়ে পথে নামলেন বঙ্গযোদ্ধা, যোদ্ধারা! রবিবার বারাসাত স্টেশন সংগল্প এলাকায় এই সংগঠনের তরফ থেকে একটি ধিক্কার পথসভার আয়োজন করা হয়! যেখানে চট্টগ্রাম সহ নানা জেলায় সংখ্যালঘু হিন্দু বাঙালিদের উপর দুর্গাপুজোর সময় যেভাবে বর্বরচিত আক্রমন করা হয়েছে সেই আক্রমনকারীদের বিরুদ্ধে বঙ্গযোদ্ধারা একটি প্রতিবাদ সভা করে!( বুঝে নেব ততটাই যতটুকু বাংলালির ) এই স্লোগান ছিল তাঁদের মূল স্লোগান! প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন বঙ্গযোদ্ধার সহ্য সভাপতি অভিজিৎ দে, বঙ্গযোদ্ধার নারী যোদ্ধার কেন্দ্রীয় কমিটি সদস্য মোসুমী মজুমদার, রাকেশ বক্সী, প্রতীক চক্রবর্তী, পারমিতা চক্রবর্তী, সুজিত কর, আশিক ইকবাল, সভাপতি প্রবীর রায়, দেবাশীষ মজুমদার সহ্য আরও অনেক!