Posts

Showing posts from October, 2021

কুমিল্লা কাণ্ডে ঘটনা প্রতিবাদ জানিয়ে পথে নামলেন বঙ্গযোদ্ধার, যোদ্ধারা

Image
এবার বাংলাদেশে কুমিল্লা কাণ্ডে ঘটনা এবং বাঙালিদের অধিকারে দাবী জানিয়ে পথে নামলেন বঙ্গযোদ্ধা, যোদ্ধারা! রবিবার বারাসাত স্টেশন সংগল্প এলাকায় এই সংগঠনের তরফ থেকে একটি ধিক্কার পথসভার আয়োজন করা হয়! যেখানে চট্টগ্রাম সহ নানা জেলায় সংখ্যালঘু হিন্দু বাঙালিদের উপর দুর্গাপুজোর সময় যেভাবে বর্বরচিত আক্রমন করা হয়েছে সেই আক্রমনকারীদের বিরুদ্ধে বঙ্গযোদ্ধারা একটি প্রতিবাদ সভা করে!( বুঝে নেব ততটাই যতটুকু বাংলালির ) এই স্লোগান ছিল তাঁদের মূল স্লোগান! প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন বঙ্গযোদ্ধার সহ্য সভাপতি অভিজিৎ দে, বঙ্গযোদ্ধার নারী যোদ্ধার কেন্দ্রীয় কমিটি সদস্য মোসুমী মজুমদার, রাকেশ বক্সী, প্রতীক চক্রবর্তী, পারমিতা চক্রবর্তী, সুজিত কর, আশিক ইকবাল, সভাপতি প্রবীর রায়, দেবাশীষ মজুমদার সহ্য আরও অনেক!

নিজের বাড়িতে লক্ষী আরাধনায় মাতলেন বিধায়ক স্বর্নকমল সাহা

Image
শঙ্খ কাঁসর বাজিয়ে ধনদেবী আরাধনায় মাতলেন আপামর গোটা বাঙালি! বুধবার ধুপ ধুনো জ্বালিয়ে মা লক্ষীর আরোধনায় ব্যস্ততা ছিল প্রত্যেক বাড়িতে বাড়িতে! ঠিক তেমনি শত ব্যস্ততার মধ্যেও নিজের বাড়িতে লক্ষীপুজো আসরে মাতলেন বিধায়ক স্বর্নকমল সাহা! সস্ত্রীক সুনিতা সাহা সহ্য বাড়ি পুরো সদস্যদের নিয়ে এই দিন বাড়ি পুজো প্রাঙ্গনে দেখা গিয়েছে কাজের মানুষ কাছের মানুষ বিধায়ক স্বর্নকমল সাহা!

GST সংক্রান্ত বেশ কিছু বিষয় নিয়ে সংবাদ মাধ্যমের সঙ্গে বক্তব্য রাখলেন ব্যবসায়ী অজয় কুমার বোথরা

Image
GST মধ্যবৃত্ত থেকে উচ্চবৃত্ত প্রত্যেকেই বহন করতে হয় সরকারে এই করকে! এই কর ব্যবস্থা মানুষের কাছে কতটা সুবিধা জনক সেটা তো সাধারণ মানুষই বলবে! বৃহস্পতিবার বড়বাজার মার্কটের ব্যবসায়ী অজয় কুমার বোথরা সংবাদ মাধ্যমের সামনে GST কে সমর্থন করে, এই কর ব্যবস্থার বেশ কিছু নিয়মনীতি পরিবর্তনের আর্জি জানিয়ে তিনি বক্তব্য রাখেন! যেখানে উঠে আসে GST কিছু সুবিধা অসুবিধার কথা! এবং কেন্দ্রীয় ও রাজ্য সরকারে তার আবেদন করা চিঠি সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরেন! সেখানে GST সংক্রান্ত বেশ কিছু আর্জি তিনি জানান! ও তার আর্জি কে সমর্থন করে তার প্রতুত্তরে সরকারে তরফ থেকে তাকে কিছু চিঠিও পাঠানো হয়!

অশোক ওঝা নেতৃত্বে জোড়া ফুলে বিজয় উৎসব উদযাপিত হল রবিবার

Image
আবারও বাংলায়, বাংলার মেয়েকেই দুহাত ভরে আশীর্বাদ করল বাংলা মানুষ! রবিবার জোড়া ফুলে বিপুল ভোটের জয়ের পর! বিভিন্ন জায়গায় সাধারণ মানুষ সবুজ আবির মেখে আনন্দে মেতে উঠে ছিলেন! ঠিক তেমনি 42 নং ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের সভাপতি অশোক ওঝার নেতৃত্বে এই দিন ফল ঘোষণা পরই দলের কর্মীরা একে ওপরে মিষ্টিমুখ করিয়েই সবুজ রঙে এ মাতলেন তারা! উপস্থিত ছিলেন 42 নং ওয়ার্ডে তৃণমূল যুব সভাপতি দীপক নিগালিয়া, আস্ফাক খান, সুনীল দিগষিত, সোয়েব হোসেন, বিজয় শর্মা, প্রেম ডুবে, অমৃৎ পান্ডে, লালু মিশ্রা, কুঁন্দ্রান সিং, সঞ্জয় এগোরবাল, মোহিত সিং, পুনাম গুপ্তা, ওঁম প্রকাশ গুপ্তা, নবাল মন্ডল, শ্রীবু সিং, প্রদীপ শর্মা, দীপক সিং সহ আরও অনেকে!

বেলেঘাটা শান্তি রঞ্জন কুঞ্জ উদ্যোগে আয়োজিত হল গান্ধী জয়ন্তী

Image
শনিবার দেশজুড়ে পালিত হল 152 ত্তম গান্ধী জয়ন্তী! দিনভর বিভিন্ন জায়গায় গান্ধী জয়ন্তী উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানে আয়োজিত হয়! ঠিক তেমনি বেলেঘাটা গান্ধী আশ্রমে শান্তিরঞ্জন কুঞ্জ উদ্যোগে একটি একটি অনুষ্ঠানে আয়োজন করা হয়! যেখানে গান্ধী মূর্তিতে মাল্যদান করা হয়! এবং তার স্মৃতি উদন্মোচন করা হয়!অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি দীপক নিগালিয়া, আসপাক খান, সুনীল দিগষিত, অবিদূষয়েন, প্রেম ডুবে, মোহুমদ হাবিদ,42 নং ওয়ার্ডে ছাত্র পরিষদের সভাপতি মোহিত সিং, আজাফ বথা, সঞ্জয় সিং, ওঁম প্রকাশ গুপ্তা, সহ আরও অনেকে!