GST সংক্রান্ত বেশ কিছু বিষয় নিয়ে সংবাদ মাধ্যমের সঙ্গে বক্তব্য রাখলেন ব্যবসায়ী অজয় কুমার বোথরা

GST মধ্যবৃত্ত থেকে উচ্চবৃত্ত প্রত্যেকেই বহন করতে হয় সরকারে এই করকে! এই কর ব্যবস্থা মানুষের কাছে কতটা সুবিধা জনক সেটা তো সাধারণ মানুষই বলবে! বৃহস্পতিবার বড়বাজার মার্কটের ব্যবসায়ী অজয় কুমার বোথরা সংবাদ মাধ্যমের সামনে GST কে সমর্থন করে, এই কর ব্যবস্থার বেশ কিছু নিয়মনীতি পরিবর্তনের আর্জি জানিয়ে তিনি বক্তব্য রাখেন! যেখানে উঠে আসে GST কিছু সুবিধা অসুবিধার কথা! এবং কেন্দ্রীয় ও রাজ্য সরকারে তার আবেদন করা চিঠি সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরেন! সেখানে GST সংক্রান্ত বেশ কিছু আর্জি তিনি জানান! ও তার আর্জি কে সমর্থন করে তার প্রতুত্তরে সরকারে তরফ থেকে তাকে কিছু চিঠিও পাঠানো হয়!

Comments

Popular posts from this blog

শুক্রবার আয়োজিত হল রেলওয়ে অসংগঠিত শ্রমিক ন্যায় ও অধিকার সম্মেলন সভা

বিহার দিবস উপলক্ষে ৩৫নং ওয়ার্ডে রানিয়া ৩০ফুট অটো স্ট্যান্ডে সন্নিকটে আয়োজিত হল একটি সাংকৃতি অনুষ্ঠান

শুক্রবার ডমরু নিনাদে পরিচালনায় আয়োজিত হল স্বরণে রবীন্দ্রনাথ রবীন্দ্র নৃত্য উৎসব