2021 আমরাই আসছি বলেন প্রাক্তন কাউন্সিলার শৈলেশ রায়

ভোটের দামামা শুরু হয়েছে গেছে!ইতিমধ্যেই চলছে ভোটের প্রচার!কখনও পদযাত্রা আবার কখনও বা জনসভার মধ্যে দিয়ে প্রচার চলছে!এরই মধ্যে সংবাদ মাধ্যমের সামনের ভোটের খুঁটিনাটি বিষয় নিয়ে বক্তব্য রাখলেন প্রাক্তন কাউন্সিলার শৈলেশ রায়! 2021 আমরাই আসছি!মানুষের জন্য আমাদের এই রাজ্যেরে মুখ্যমন্ত্রী মতো অন্য কোন রাজ্যে মুখ্যমন্ত্রী এমন কাজ করেনি!তাই আমরা আশাবাদী মানুষ আমাদের ভোট দেবে! বৃহস্পতিবার প্রেস কনফ্রারেন্স এর মধ্যে দিয়ে এমনি বার্তা দিলেন তিনি!