Posts

Showing posts from March, 2021

2021 আমরাই আসছি বলেন প্রাক্তন কাউন্সিলার শৈলেশ রায়

Image
ভোটের দামামা শুরু হয়েছে গেছে!ইতিমধ্যেই চলছে ভোটের প্রচার!কখনও পদযাত্রা আবার কখনও বা জনসভার মধ্যে দিয়ে প্রচার চলছে!এরই মধ্যে সংবাদ মাধ্যমের সামনের ভোটের খুঁটিনাটি বিষয় নিয়ে বক্তব্য রাখলেন প্রাক্তন কাউন্সিলার শৈলেশ রায়! 2021 আমরাই আসছি!মানুষের জন্য আমাদের এই রাজ্যেরে মুখ্যমন্ত্রী মতো অন্য কোন রাজ্যে মুখ্যমন্ত্রী এমন কাজ করেনি!তাই আমরা আশাবাদী মানুষ আমাদের ভোট দেবে! বৃহস্পতিবার প্রেস কনফ্রারেন্স এর মধ্যে দিয়ে এমনি বার্তা দিলেন তিনি!
Image
আসন্ন নির্বাচন মাত্র আর কয়েক টা দিন বাকি!ইতিমধ্যেই ভোটের প্রচার চলছে তুঙ্গে! বৃহস্পতিবার ভোটের খুঁটিনাটি বিষয় নিয়ে সংবাদ মাধ্যমের সামনে বক্তব্য রাখলেন 18 নং ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলার সুনাথ বিশ্বাস! যিনি বলেন দু হাজার একুশে আবারও তৃতীয়বারে জন্য সরকার গড়বে তৃণমূল সরকার!কেউ তা আটকাতে পারবে! বহিরাগতরা বাহিরে যাবে!
Image
আসন্ন নির্বাচন মাত্র আর কয়েকটা দিন বাকি!ইতিমধ্যেই ভোটের প্রচার চলছে তুঙ্গে!22শে মার্চ BJMTC তরফ থেকে নির্বাচনকে কেন্দ্র করে কার্যকরী বৈঠক হল ভারতসেবা হলে!যেখানে বিভিন্ন জেলা থেকে কর্মীরা উপস্থিত হয়!এবং সভায় ছিলেন বহু বিশিষ্ট জনেরা!

ভোটের প্রচারে সিপিএম প্রার্থী রাজীব বিশ্বাস

Image
আসন্ন বিধানসভা নির্বাচন মাত্র আর কয়েক টা দিন বাকি! তাই প্রত্যেক দলের তরফ থেকে ভোটের প্রচার চলছে তুঙ্গে! এক ইঞ্চি জমি ছাড়তে রাজী নয় কেউ! চলছে মানুষের দুয়ারে দুয়ারে জনসংযোগ ভোটের প্রচার! ঠিক তেমনি ধর্মনিরপেক্ষ সংযুক্ত মোর্চার সমর্থীত বামফ্রন্ট এর তরফে থেকে ভোটের প্রচার শুরু হয়ে গিয়েছে! সোমবার বেলেঘাটা ধর্মনিরপেক্ষ সংযুক্ত মোর্চার সমর্থীত বামফ্রন্ট মনোনীত প্রার্থী রাজীব বিশ্বাস ভোটের খুটিনাটি বিষয় নিয়ে সংবাদ মাধ্যমের সামনে বেশ কিছু বক্তব্য রাখেন! তিনি বলেন আমি চাই ভোট শান্তিপূর্ণ হোক! কেউ যাতে অশান্তি না ছড়ায়! মানুষের পাশে আমরা সবসময় আছি!

রাকেশ সিং গ্রেফতারে প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ BJMTU

Image
এবার রাকেশ সিং এর গ্রেফতারে দাবী জানিয়ে আলিপুর জর্জ কোর্টের সামনে বিক্ষোভ দেখালো BJMTU সংগঠনের কর্মীরা! মঙ্গলবার BJMTU রাজ্য সভাপতি রাকেশ সিং কে কোর্টে প্রোডিউস করা হয়! আর সেই দিনই জর্জ কোর্টের সামনে তার দলের কর্মীরা! তাকে মাদক কাণ্ডে ফাঁসানো হয়েছে বলে দাবী জানিয়ে বিক্ষোভ দেখায় তারা! এই দিনে বিক্ষোভে সামিল দিয়ে BJMTU সাধারণ সম্পাদক বৈদ্য দে বলেন কয়লা চোর, গরু পাচারকারীদের পুলিশ দেখতে পান না! তাই রাকেশ সিং কে ধরে রাখা যাবে না! মিথ্যা ভাবে তাকে ফাঁসানো হয়েছে! ধিক্কার জানাই এই পুলিশদের!

পিসি ভাইপো সরকারকে এ বাংলা থেকে জনগণ হারাবে

Image
পিসি ভাইপো সরকারকে এ বাংলা থেকে জনগণ হারাবে! কয়লা চোর, গরু চোরেদের এই বাংলায় কোন জায়গা নেই! রবিবার প্রধানমন্ত্রী ব্রিগেড সভার উদ্দেশ্যে শিয়ালদা থেকে একটি মিছিলের আয়োজন করেন BJMTU!আর সেই মিছিলে দাঁড়িয়ে BJMTU সাধারণ সম্পাদক বৈদ্য দে এমনটাই বলেন! শুধু তাই নয় তিনি আরও বলেন এই বেইমান সরকারে এই বাংলায় কোন জায়গা হবে না! দিন এসেছে এদেরকে বিদায় জানাবার! তবে এই দিনের মিছিলে বহু মানুষের ঢল নামে ব্রিগেডে উদ্দেশ্যে!