রাকেশ সিং গ্রেফতারে প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ BJMTU

এবার রাকেশ সিং এর গ্রেফতারে দাবী জানিয়ে আলিপুর জর্জ কোর্টের সামনে বিক্ষোভ দেখালো BJMTU সংগঠনের কর্মীরা! মঙ্গলবার BJMTU রাজ্য সভাপতি রাকেশ সিং কে কোর্টে প্রোডিউস করা হয়! আর সেই দিনই জর্জ কোর্টের সামনে তার দলের কর্মীরা! তাকে মাদক কাণ্ডে ফাঁসানো হয়েছে বলে দাবী জানিয়ে বিক্ষোভ দেখায় তারা! এই দিনে বিক্ষোভে সামিল দিয়ে BJMTU সাধারণ সম্পাদক বৈদ্য দে বলেন কয়লা চোর, গরু পাচারকারীদের পুলিশ দেখতে পান না! তাই রাকেশ সিং কে ধরে রাখা যাবে না! মিথ্যা ভাবে তাকে ফাঁসানো হয়েছে! ধিক্কার জানাই এই পুলিশদের!

Comments

Popular posts from this blog

তাপসীল জাতি আদিবাসী প্রাক্তন সৈনিক কৃষি বিকাশ শিল্প কেন্দ্র সাংবাদিক সম্মেলন

শুক্রবার আয়োজিত হল রেলওয়ে অসংগঠিত শ্রমিক ন্যায় ও অধিকার সম্মেলন সভা