বিশ্বশান্তি মা কালীপুজো উপলক্ষে প্রতিবারে মত এবারেও ভোগ বিতরণ করলেন নাগেশ সিং
কালীপূজাকে "আলোক রশ্মি" বলার কোনো প্রচলিত ব্যাখ্যা নেই, তবে দীপাবলির সঙ্গে জড়িত বলে এটিকে "আলোক" উৎসব বলা হয়। দীপাবলিকে "আলোর উৎসব" বলা হয় কারণ এই সময়ে অন্ধকার দূর করে আলোর রোশনাই করা হয়। বাঙালিরা এই সময়ে দীপাবলি উপলক্ষে কালীপূজা করে থাকে এবং এই উৎসবের প্রধান অংশ হল আলো বা আলোকসজ্জা।
আলোকসজ্জা: কালীপূজা মূলত আলোকসজ্জার মাধ্যমে উদযাপিত হয়,
তাই এটিকে "আলোক" বলা হয়।
দুষ্টের দমন: এই উৎসবের মূলনীতি হলো "দুষ্টের দমন ও শিষ্টের পালন" বা "ন্যায়ের কাছে অন্যায়ের পরাজয়", যা আলোর মাধ্যমে অন্ধকারের ওপর জয়ের প্রতীক।
দীপাবলির অংশ: দীপাবলি, যা আলোর উৎসব, এই সময়েই কালীপূজা অনুষ্ঠিত হয়, তাই একে আলোকসজ্জা বা আলোক উৎসবের সঙ্গে তুলনা করা হয়। রাজনৈতিক রং ছাড়া মানুষরে জন্য কাজ করা কে সামাজিক কাজ কেই বলা হয় মানবিক কাজ। থাকে কাজের মধ্যে সততা থাকে আন্তরিকতা। মঙ্গলবার বিশ্বশান্তি মা কালী পুজো উপলক্ষে ভোগ বিতরণ করলেন সমাজসেবী নাগেশ সিং।
মাসে দুই বার অম্বস্যা উপলক্ষে ভোগ বিতরণ করেন তিনি। শুধু ভোগ বিতরণ নয় সমাজে সামাজিক মূলক কাজ করতে দেখা যায় নাগেশ সিং কে। রাজনীতি ব্যানার কে দূরে রেখে সব সময় তাকে এই ধরনের সামাজিক কাজ করতে দেখা যায়। তিনি বলেন আমি কিছুই করছি না, মা চেয়েছেন বলেই আমি এই কাজ গুলি করতে পারি। তবে এই দিন প্রতি বারে মতই এবারেও বহু মানুষ সুস্বাধু ভোগ খান তারা।



Comments