রবিবার তিলজালা যুবা শক্তি সংঘের শ্রী শ্রী শ্যামা পুজো শুভ উদ্ভোধন হল
দেবরাজ ইন্দ্রের অনুরোধে দেবী পার্বতী শুম্ভ-নিশুম্ভ নিধনের জন্য নিজের শরীর কোষ থেকে এক ভয়ঙ্করী দেবী সৃষ্টি করেন। সেই দেবীই হলেন মা কালীর আদি রূপ। দশ মহাবিদ্যার প্রথম দেবী হলেন দেবী কালী। অশুভ শক্তি নিধনের উদ্দেশ্যে দেবতাগণের অনুরোধে দেবী পার্বতী দেবী কালীর সৃষ্টি করেন। অসুর শুম্ভ-নিশুম্ভের অত্যাচারে পৃথিবী উত্ত্যক্ত হয়ে ওঠে। এই দুই দানব এতটা ভয়ঙ্কর হয়ে ওঠে যে দেবতারাও এদের ভয়ে ত্রস্ত হয়ে স্বর্গ ত্যাগ করতে উদ্যত হন। শুম্ভ-নিশুম্ভের অত্যাচার থেকে নিষ্কৃতি পেতে দেবতাগণ দেবরাজ ইন্দ্রের শরণাপন্ন হন। দেবরাজ ইন্দ্রের অনুরোধে দেবী পার্বতী শুম্ভ-নিশুম্ভ নিধনের জন্য নিজের শরীর কোষ থেকে এক ভয়ঙ্করী দেবী সৃষ্টি করেন। সেই দেবীই হলেন মা কালীর আদি রূপ।রবিবার তিলজালা যুবা শক্তি সংঘের শ্রী শ্রী শ্যামা পুজো শুভ উদ্ভোধন হল বিধায়ক দেবাশীষ কুমারে হাত দিয়ে। উদ্যোগক্তা সুরাজ যাদব। মাটির প্রতিমায় কাপড় ও বাঁশের প্যান্ডেল  অতি সুসজ্জিত হয়ে উঠেছে এই মণ্ডপ।

Comments