শুক্রবার কলিকাতা গান্ধী স্পোটিং ক্লাব হারিজান মল্লিক সুধার সমিতি মায়ের বিসর্জন হল

শুভ বিজয়া’ বলা আসলে একটি রীতি। কোনও শাস্ত্রে উল্লিখিত নিয়ম নয়। সন্ধে বা রাতে শুভ বিজয়া বলার একটি কারণ রয়েছে। মাতৃপ্রতিমার বিসর্জন সাধারণত বিকেলের পর থেকে শুরু হয়। চলে মাঝরাত পর্যন্ত। মায়ের বিসর্জন হয়ে গেলে সেখান থেকে ফিরে এসে বিজয়া উৎসব পালন করার রীতি ছিল প্রাচীন বঙ্গে। সেই উৎসবেই বলা হত ‘শুভ বিজয়া’। তাই প্রতিমা বিসর্জন না হলে ‘শুভ বিজয়া’ বলার রীতি নেই।একেকটি মণ্ডপে একেক সময়ে প্রতিমা বিসর্জন করা হয়ে থাকে। কোনও মণ্ডপের প্রতিমা সন্ধেয় বিসর্জন হয়, কোনওটি বিসর্জন হতে হতে মধ্যরাত হয়ে যায়। তাই যাকে ‘শুভ বিজয়া’ বলা হচ্ছে, তার সঙ্গে সময় নাই মিলতে পারে। এমন পরিস্থিতিতে ‘শুভ বিজয়া’ বলার সেরা সময় হল পরদিন অর্থখৎ একাদশীর দিন। ‘শুভ বিজয়া’ লক্ষীপুজোর আগে যেকোনওদিন বলা যায়। তাই তাড়াহুড়ো করে দশমীর দিনই বলতে হবে, এমন ব্যাপার নেই। মায়ের বিসর্জনের দিন শুভ বিজয়া বলে মিষ্টিমুখ করার রীতি কেন,
অনেকের মনেই এমন প্রশ্ন আসতে পারে। এর নেপথ্যে রয়েছে এক পৌরাণিক কাহিনি। পুরাণ মতে, দেবী দুর্গার আবির্ভাব হয় আশ্বিন মাসের কৃষ্ণা চতুদর্শী তিথিতে। এর পর দেবীর বোধন ষষ্ঠী ও নিরঞ্জন দশমীতে হয়‌‌। দেবী তাঁর আবির্ভাবের পর মহিষাসুরের সঙ্গে লড়াই মত্ত হন। নয় দিন নয় রাত্রির পর দশমীতে জয়লাভ করেন। তাই দশমীর দিন বিজয়া দশমী বলার রীতি প্রচলিত। শুক্রবার কলিকাতা গান্ধী স্পোর্টিং ক্লাব হারিজান মল্লিক সুধার সমিতি পুজো প্যান্ডেলে মায়ের বিসর্জন হল ধুমধাম করে। এই দিন নারী পুরুষ বাচ্ছা সবাই মিলে আনন্দ এ সাথে মা কে বিদায় জানালেন তারা। প্রতি বছর এই ভাবেই পুজো করে আসছে তারা। সিম্পাক মলে সন্নিকটে এই পুজো দিন কে দিন অতিজনপ্রিয় হয়ে উঠেছে।

Comments

Popular posts from this blog

শুক্রবার আয়োজিত হল রেলওয়ে অসংগঠিত শ্রমিক ন্যায় ও অধিকার সম্মেলন সভা

বিহার দিবস উপলক্ষে ৩৫নং ওয়ার্ডে রানিয়া ৩০ফুট অটো স্ট্যান্ডে সন্নিকটে আয়োজিত হল একটি সাংকৃতি অনুষ্ঠান

শুক্রবার ডমরু নিনাদে পরিচালনায় আয়োজিত হল স্বরণে রবীন্দ্রনাথ রবীন্দ্র নৃত্য উৎসব