বুধবার কেন্দুয়া শান্তি সংঘে দূর্গা পুজো প্যান্ডেল শুভ উদ্ভোধন হল

দুর্গাপুজোর (Durgapuja 2025) প্রাণ ঢাকের সুর। আগে বাঁশ-বেতের কাঠি থাকলেও এখন সস্তা প্লাস্টিক কাঠি দখল করেছে স্থান। ঢাকিদের জীবন, বাজারের প্রবণতা আর হারানো ঐতিহ্যের গল্প। আয় রে ছুটে আয়, পুজোর গন্ধ এসেছে! ঢ্যাংকুড়াকুড় ঢ্যাংকুড়াকুড় বাদ্যি বেজেছে!' দুর্গাপুজো এলেই অন্তরা চৌধুরীর এই গান প্রাণে বাজে না, এমন বাঙালি কমই আছেন। আর এই গানে দুর্গাপুজোর গন্ধের সঙ্গেই যেটা ছুটে আসে, তা হল ঢ্যাংকুড়াকুড় ঢাকের বাদ্যি। ঢাকের বাদ্যি ছাড়া যেন অসম্পূর্ণ বাঙালির দুর্গাপুজো। দ্রিমদ্রিম শব্দ দূর থেকে ভেসে এলেও মনে হয়, মা আসছেন মহা সমারোহে। এককথায় বলতে গেলে, শঙ্খধ্বনি, উলুধ্বনি, ধুনুচি নাচ— সবকিছুর কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়ে থাকে ঢাকের গর্জন।
আর সেই সুরের প্রাণ আসে কাঠি থেকে। বেত বা বাঁশের কাঠিতে চামড়ার মাথা লাগিয়ে যে আঘাত পড়ে, তাতেই কাঁপে মণ্ডপ, আলোড়িত হয় বাঙালির মন। কিন্তু আজ, সেই কাঠির জায়গা দখল করেছে প্লাস্টিক। ঐতিহ্যের বুক চিরে এসেছে এক কৃত্রিম স্বর। বুধবার কেন্দুয়া শান্তি সংঘে দূর্গা পুজো প্যান্ডেলে শুভ উদ্ভোধন হল কলকাতা মহানাগরিক শ্রী ফিরহাদ হাকিম হাত দিয়ে। এই দিন শুভ উদ্ভোধনে পর মানুষের ঢল ছিল দেখার মতো। বাঁশের বেত দিয়ে প্যান্ডেল সাজ সর্জা হয়ে উঠেছে এক অসাধারণ। তবে এই পুজো উদ্যোগে রয়েছে চেয়ারম্যান পৌরপিতা শ্রী বাপ্পাদিত্য দাশগুপ্ত, সম্পাদক সৌরভ ঘোষ ও সৌরভ রায়। তবে এই উদ্ভোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতা মহানাগরিক ফিরহাদ হাকিম ইসকনের সহ সভাপতি রাধারমন দাস,সাংসদ সায়নী ঘোষ সহ বিশিষ্ট মানুষজনেরা।

Comments

Popular posts from this blog

শুক্রবার আয়োজিত হল রেলওয়ে অসংগঠিত শ্রমিক ন্যায় ও অধিকার সম্মেলন সভা

বিহার দিবস উপলক্ষে ৩৫নং ওয়ার্ডে রানিয়া ৩০ফুট অটো স্ট্যান্ডে সন্নিকটে আয়োজিত হল একটি সাংকৃতি অনুষ্ঠান

শুক্রবার ডমরু নিনাদে পরিচালনায় আয়োজিত হল স্বরণে রবীন্দ্রনাথ রবীন্দ্র নৃত্য উৎসব