বাংলা বিধানসভা ভোটে সরকারে আসবে কংগ্রেস, বলেন নিজাম উদ্দীন শেখ

শনিবার প্রদেশ কংগ্রেস নেতৃত্বের কাছে সর্বভারতীয় কংগ্রেস কমিটি (এআইসিসি)-র তরফে বার্তা পৌঁছেছে যে, আগামী ১৫ অক্টোবর বাংলায় পৌঁছোবেন রাহুল গান্ধী। জানা গিয়েছে, এ বারের সফরে কলকাতা শহরে রাহুলের কোনও জনসভা বা কর্মসূচি থাকছে না। বরং উত্তরবঙ্গ ও উত্তর-মধ্য বাংলার রাজনৈতিক প্রেক্ষাপটকেই মূলত সক্রিয় করতে চাইছেন রাহুল। কংগ্রেস সূত্রে খবর, মালদহ জেলাতেই আয়োজন করা হবে একটি বড় সম্মেলনের। সেখানেই অংশ নেবেন তিনি। কেন মালদহ? কংগ্রেসের একাংশ বলছে, এর পিছনে রয়েছে কৌশলগত কারণ। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের ৪২ আসনের মধ্যে কেবলমাত্র মালদহ দক্ষিণ থেকেই জিতেছিল কংগ্রেস। দলের প্রার্থী ইশা খান চৌধুরী ওই আসন দখল করতে সক্ষম হন। তাই স্বাভাবিক ভাবেই দলীয় নেতৃত্ব চাইছেন, রাহুলের উপস্থিতি এই জেলায় কংগ্রেস কর্মীদের আরও উজ্জীবিত করুক। বিধান ভবনের দাবি, মালদহ দক্ষিণ কেন্দ্রের মধ্যেই কোনও এক জায়গায় এই সম্মেলনের আয়োজন করা হবে।
বাংলায় বিধানসভার ভোটে ৭০% সিটে জিতবে কংগ্রেস। অন্য কোনো দল সরকারে আসতে পারবে না। একটি বৈঠক সভা থেকে এমনটাই বলেন প্রদেশ কংগ্রেসে সেগেটারি অর্গানাইজেশন শেখ নিজাম উদ্দিন। শুধু তাই নয় পাশাপাশি তিনি আরও বলেন দেশের নিম্ন স্তরে মানুষ যাতে উচ্চ স্তরে আসতে পারে তারই চেষ্টা করেছে রাহুল গান্ধী। আর আমরা তার এই অনুপ্রেরণা কে কাজে লাগিয়ে বিভিন্ন জায়গায় মানুষকে উদ্বোধ করছি। বলেন শেখ নিজাম উদ্দিন। (যার যত জনসংখ্যা, তার তত অধিকার), রাহুল গান্ধী জাতি জনগণনা এই স্লোগান কে আন্দোলনে শক্তিতে রূপান্তরিত করার লক্ষে দলীয় কর্মীদের কে নিয়ে একটি বৈঠক সভার আয়োজন করা হয় রবিবার ভারত সভা হলে। যেখানে সাধারণ মানুষ কে নিয়ে আগামী দিন কিভাবে এগিয়ে যাবে সে নিয়েই আলোচনা হয় এখানে। অনুষ্ঠান উপস্থিত ছিলেন রাজনৈতিক ও সামাজিক বিশিষ্ট মানুষজনেরা।

Comments

Popular posts from this blog

শুক্রবার আয়োজিত হল রেলওয়ে অসংগঠিত শ্রমিক ন্যায় ও অধিকার সম্মেলন সভা

বিহার দিবস উপলক্ষে ৩৫নং ওয়ার্ডে রানিয়া ৩০ফুট অটো স্ট্যান্ডে সন্নিকটে আয়োজিত হল একটি সাংকৃতি অনুষ্ঠান

শুক্রবার ডমরু নিনাদে পরিচালনায় আয়োজিত হল স্বরণে রবীন্দ্রনাথ রবীন্দ্র নৃত্য উৎসব