২১ জুলাই ধর্মতলা চল ডাক দিয়ে ৬০নং ওয়ার্ডে পথ সভা করলেন দলীয় কর্মীরা
২১ জুলাই তৃণমূল কংগ্রেসের শহিদ স্মরণ দিবস উপলক্ষে ধর্মতলায় বিশাল মঞ্চ তৈরি হচ্ছে. প্রধান বক্তা মমতা বন্দ্যোপাধ্যায়। নিরাপত্তা ব্যবস্থা কড়া! সিসিটিভি ও এলইডি স্ক্রিন বসানো হয়েছে। কলকাতা শহর জুড়ে এখন শুধুই একুশের আবহ। রবিবারের রাত পেরোলেই সোমবার, ২১ জুলাই—তৃণমূল কংগ্রেসের শহিদ স্মরণ দিবস। আর সেই উপলক্ষে ধর্মতলায় তৈরি হচ্ছে বিশাল মঞ্চ। ‘অমর একুশে জুলাই’-এর ডাক দিয়ে শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে তৃণমূল কংগ্রেসের ঐতিহ্যবাহী ‘ধর্মতলা চলো’ কর্মসূচি আয়োজনের প্রস্তুতি চলছে যুদ্ধকালীন তৎপরতায়। প্রধান বক্তা থাকছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ধর্মতলার প্রাণকেন্দ্রে তৈরি হচ্ছে তিন স্তরের মূল মঞ্চ।
নীচের লোহার স্ট্রাকচারের কাজ শেষ হয়ে গেছে, এখন তার উপর তেরঙা কাপড়ে সজ্জিত হচ্ছে মঞ্চ। ডানদিকে রাখা হচ্ছে বক্তব্য রাখার বিশেষ পডিয়াম। মঞ্চে থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ তৃণমূলের প্রথম সারির নেতৃত্ব ও একাধিক জনপ্রিয় সেলিব্রিটি। রাত পোহালেই তৃণমূল কংগ্রেসে সেই ঐতিহাসিক দিন ২১ জুলাই এ স্বরণ সভা। ধর্মতোলা উদ্দেশ্য বিভিন্ন জায়গায় থেকে সাধারণ মানুষের আসা শুরু হয়েছে ইতিমধ্যেই। ঠিক তারই মাঝে ৬০ নং ওয়ার্ডে সকাল সকাল ২১ জুলাই এ প্রস্তুতি পর্ব সারলেন তৃণমূল কংগ্রেস ও তৃণমূল যুব কংগ্রেসে কর্মীরা। সাধারণ মানুষকে ধর্ম তলায় চল ডাক দিয়ে আহ্বান জানালেন ৬০নং ওয়ার্ডে পৌরপিতা কাইজার জামিল, আশীষ সাউ এছাড়াও সমস্ত দলীয় কর্মী বৃন্দরা।
Comments