রাজকন্যা সিরিয়ালে শুটিং এ শেষে কলাকুশলীদের নিয়ে একটি ছোট অনুষ্ঠান।
চলচ্চিত্র এক প্রকারের দৃশ্যমান বিনোদন মাধ্যম। চলমান চিত্র তথা "মোশন পিকচার" থেকে চলচ্চিত্র শব্দটি এসেছে। এটি একটি বিশেষ শিল্প মাধ্যম। বাস্তব জগতের চলমান ছবি ক্যামেরার মাধ্যমে ধারণ করে বা এনিমেশনের মাধ্যমে কাল্পনিক জগৎ তৈরি করে চলচ্চিত্র নির্মাণ করা হয়। চলচ্চিত্রের ধারণা অনেক পরে এসেছে, ঊনবিংশ শতকের শেষ দিকে। আর এনিমেশন চিত্রের ধারণা এসেছে আরও পরে। বাংলায় চলচ্চিত্রের প্রতিশব্দ হিসেবে ছায়াছবি, সিনেমা, মুভি বা ফিল্ম শব্দগুলো ব্যবহৃত হয়। চলচ্চিত্রের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকে সাংস্কৃতিক উপাদানসমূহ। যে সংস্কৃতিতে তা নির্মিত হয় তাকেই প্রতিনিধিত্ব করে চলচ্চিত্রটি। শিল্পকলার প্রভাবশালী মাধ্যম, শক্তিশালী বিনোদন মাধ্যম এবং শিক্ষার অন্যতম সেরা উপকরণ হিসেবে খ্যাতি রয়েছে চলচ্চিত্রের। ছায়াছবির সাথে ভিজ্যুয়াল বিশ্বের সমন্বয় থাকায় সাধারণ মানুষের সাথে সবচেয়ে ভালো যোগাযোগ স্থাপন করতে পারে। অন্য কোন শিল্পমাধ্যম সাধারণের সাথে এতোটা যোগাযোগ স্থাপনে সক্ষম নয়। অন্য ভাষার চলচ্চিত্রের ডাবিং বা সাবটাইটেল করার মাধ্যমে নিজ ভাষায় নিয়ে আসার প্রচলনও রয়েছে। SKH মুভি প্রযোজিত রাহুলদেব চ্যাট্টার্জি পরিচালিত রাজকন্যা সিরিয়ালে শুটিং শেষ হল   সবে মাত্র। আর তারই পরিপ্রেক্ষিতে সমস্ত কলাকুশলীদের নিয়ে একটি ছোট সংবর্ধনা অনুষ্ঠান সারলেন SKH মুভি।প্রযোজক সুমন হালদার।  শুক্রবার কলকাতা একটি বাড়িতে অনুষ্ঠানটি হয়। অনুষ্ঠানটি ছিল দেখার মতো। ছোট ছোট বাচ্ছাদের নাচ, ও বড়দের সুন্দর কবিতা আবৃতি অনুষ্ঠান টি কে যেন এক সুন্দর ঝলক হয়ে উঠে ছিল দর্শকদের কাছে। অনুষ্ঠানে উপস্থিত ছিল বিশিষ্ট মানুষজনেরা। তবে এই সমগ্র অনুষ্ঠানটি তে  বিশেষ ভূমিকায় দেখা যায় কাজল দাস কে।

Comments