সারিক আহমেদ উদ্যোগে ২১ জুলাই প্রস্তুতি পর্ব সভা আয়োজিত হল তিনজলায়
আগামী বিধানসভা নির্বাচনের আগে ২১ জুলাইয়ে শহিদ স্মরণসভার প্রস্তুতি নিয়ে, শনিবার ভবানীপুরে বৈঠকে বসছেন তৃণমূল রাজ্য সভাপতি সুব্রত বক্সি। দলের সমস্ত জেলার সভাপতি, জেলা চেয়ারম্যান ও বীরভূম এবং উত্তর কলকাতা জেলা তৃণমূলের কোর কমিটির সদস্যদের ওই বৈঠকে ডাকা হয়েছে। প্রস্তুতি বৈঠকে দলের বেশ কয়েকজন সিনিয়র নেতা ও মন্ত্রীকেও ডাকা হয়েছে। বেলা ১টায় ওই বৈঠকে যোগ দিতে শুক্রবারই কলকাতায় পৌঁছেছেন বীরভূমের প্রাক্তন জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। উত্তরবঙ্গ-সহ দূরের জেলার অনেক সভাপতি এবং চেয়ারম্যানও শুক্রবার রাতের মধ্যে শহরে পৌঁছে গিয়েছেন। অনেকে আবার তৃণমূল ভবনে এসে দলীয় নেতৃত্বের সঙ্গেও আগাম দেখা করেছেন। ইতিমধ্যে দলের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, গত কয়েক বছরের মতো এবারও রাজ্য কমিটির তরফে দেওয়া সিডি মেনেই পোস্টার ও ব্যানার করতে হবে। দলীয় কমিটির নামেই ওই ব্যানার হবে। কোনও ব্যক্তির নাম দিয়ে ব্যানার বা পোস্টার করা যাবে না। তৃণমূলের সেই ঐতিহাসিক দিন ২১ জুলাই। তবে আর মাত্র কয়েক দিন বাকি ২০২৫ শে ২১ জুলাই। শনিবার ঠিক এই ২১ জুলাই কে কেন্দ্র করে তারই প্রস্তুতি মিটিং সারলেন ৬৪নং ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসে সভাপতি সারিক আহমেদ। এই সভায় উপস্থিত ছিলেন পৌরমাতা সামি জাহান, সুরাজ, আশীষ সাউ এছাড়াও উপস্থিত ছিল দলীয় কর্মীরা।
Comments