শুক্রবার মুক্তি পেলো শ্যামল বস পরিচালিত বাংলা ছবি ভালো বাসা ডট কম
২৫শে বৈশাখ কবি গুরু রবীন্দ্র জয়ন্তী দিনে নতুন বাংলা ছবি ভালোবাসা ডট কম মুক্তি পেল পশ্চিমবঙ্গ এ বিভিন্ন প্রেক্ষা গৃহে। এক অন্য ধাঁচে ছবি ভালো বাসা ডট কম। যা দর্শকদের মন কেড়ে নেবে। পরিচালক শ্যামল বস জানান এই ছবিতে সৌমিত্র চট্টোপাধ্যায় এ অভিনয় কিন্তু দেখার মতো। আজ থেকে পাঁচ বছর আগে ওনার অভিনয়ে কিছু অংশ আমি তুলে রেখে ছিলাম। আবার ২০২৫ শে আমি সিনেমা টি কমপ্লিট করি। ওনার সাথে কাজ করা মানে এক আলাদা ব্যাপার। ছবি টি প্রযোজনা করেছেন পি, রায়। সঙ্গীতে রয়েছেন শুভেন্দু ও কস্তুরী। সম্পাদনা সুদীপ্ত। অভিনয় রয়েছেন দীপঙ্কর দে, রাজেশ শর্মা, পরিচালক শ্যামল বস এছাড়াও রয়েছে নতুন নবাগতা  ছেলে, মেয়েরা।

Comments