রবিবার সায়নী ডান্স ওয়ার্ল্ড এ পরিচালনা আয়োজিত হল রবীন্দ্র নজরুল নৃত্য সন্ধ্যায়

নজরুলগীতি বা নজরুল সঙ্গীত বাংলাভাষার অন্যতম প্রধান কবি ও সংগীতজ্ঞ কাজী নজরুল ইসলাম লিখিত গান। তার সীমিত কর্মজীবনে তিনি ৩০০০-এরও বেশি[১] গান রচনা করেছেন। এসকল গানের বড় একটি অংশ তারই সুরারোপিত। তার রচিত চল্‌ চল্‌ চল্‌, ঊর্ধ্বগগনে বাজে মাদল বাংলাদেশের রণসংগীত। তার কিছু গান জীবদ্দশায় গ্রন্থাকারে সংকলিত হয়েছিল যার মধ্যে রয়েছে গানের মালা, গুল বাগিচা, গীতি শতদল, বুলবুল ইত্যাদি। পরবর্তীকালে আরো গান সংগৃহীত হয়েছে। তবে তিনি প্রায়শ তাৎক্ষণিকভাবে লিখতেন; একারণে অনুমান করা হয় প্রয়োজনীয় সংরক্ষণের অভাবে বহু গান হারিয়ে গেছে। তার কিছু কালজয়ী গানগুলো হলো - ‘ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ’, ‘চল চল চল’, ‘ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ’ ইত্যাদি।
রবিবার সায়নী ডান্স ওয়ার্ল্ড এ পরিচালনায় আয়োজিত হল রবীন্দ্র নজরুল নৃত্য সন্ধ্যা একটি ছোট অনুষ্ঠান। কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর এবং কবি নজরুল ইসলাম জন্ম জয়ন্তী উপলক্ষ্যে এই সাংস্কৃতিক অনুষ্ঠানটি করা হয়। ঘরোয়া এই অনুষ্ঠানটি যা ছিল দেখার মত। ছোট বড় প্রত্যেকেই এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে। নৃত্য শিক্ষক সায়নী দে নিজের গড়ে তোলা এই নিত্য গ্রূপে পারফর্মমেশন ছিল অসাধারণ। সায়নী ডান্স ওয়ার্ল্ড এ কর্ণ ধার সায়নী দে বলেন এরা প্রত্যেকেই প্রতিভাবান আমি শুধু এদের কে একটু ধরিয়ে দিই। তারপর প্রত্যেকে এরা নিজের মত করেই সবাই করে। এটা শুধুই আমাদের কাছে এক আনন্দের।

Comments

Popular posts from this blog

শুক্রবার আয়োজিত হল রেলওয়ে অসংগঠিত শ্রমিক ন্যায় ও অধিকার সম্মেলন সভা

বিহার দিবস উপলক্ষে ৩৫নং ওয়ার্ডে রানিয়া ৩০ফুট অটো স্ট্যান্ডে সন্নিকটে আয়োজিত হল একটি সাংকৃতি অনুষ্ঠান

শুক্রবার ডমরু নিনাদে পরিচালনায় আয়োজিত হল স্বরণে রবীন্দ্রনাথ রবীন্দ্র নৃত্য উৎসব