বৃহস্পতিবার কলকাতা প্রেস ক্লাবে জয় মা কালী ধর্ম সেনা সংগঠনে শুভ উদ্ভোধন হল
বৃহস্পতিবার কলকাতা প্রেস ক্লাবে জয় মা কালী ধৰ্ম সেনা সংগঠনে শুভ উদ্ভোধন হল সমাজসেবী কালী খটিকের হাত দিয়ে। অনুষ্ঠান উপস্থিত ছিলেন চন্দন রায়, অলোক সরকার, সুভাষ গুহ, সমীর ঘোষ, সহ্য আরও অনেক এই সংগঠনের সদস্যবৃন্দরা। এই সংগঠনে মূল কাজ হয়ে উঠবে, যেখানে সনাতনীদের ওপর অত্যাচার হবে সেইখানেই হবে তাঁদের প্রতিবাদ। সনাতনীদের, জীবন ও জমি বাঁচানো এই সংগঠন মূল উদ্দেশ্যে। তারা পেলগাঁও, ও মুশিদাবাদে ঘটনাকে ধিক্কার জানিয়ে বলেন। আমাদের সনাতনীদের সময় এসেছে এবার উপযুক্ত জবাব দেবার। আমারা এই সংগঠনে মধ্যে দিয়ে, হিন্দুদের ওপর অত্যাচারে উপযুক্ত জবাব দেব মুখ বুঝে আর সহ্য করবো না।

Comments