মঙ্গলবার পৌরপিতা রূপক গাঙ্গুলী উদ্যোগে সঙ্গীত শিল্পী স্বর্গীয় সত্য চৌধুরী মূর্তি উদমোচন হল
মঙ্গলবার ১২১ নং ওয়ার্ডে পৌরপিতা শ্রী রূপক গাঙ্গুলী উদ্যোগে বিশিষ্ট সঙ্গীত শিল্পী স্বর্গীয় সত্য চৌধুরী আবক্ষ মূর্তি শুভ উদ্ভোধন হল বিধায়ক শ্রী দেবাশীষ কুমারের হাত দিয়ে। অনুষ্ঠানে উপস্থিত ছিল বিশিষ্ট মানুষজনেরা। সত্য চৌধুরী ছিলেন কিংবদন্তি বাঙালি সঙ্গীতশিল্পী, সঙ্গীত পরিচালক ও সুরকার। "পৃথিবী আমারে চায়,রেখো না বেঁধে আমায়" - গানটি গেয়ে তিনি খ্যাতির শিখরে পৌঁছে গিয়েছিলেন। শুধু গানই করেননি, অভিনয় করেছেন, করেছেন আকাশবাণীতে ঘোষকের কাজও।
Comments