২০নং ওয়ার্ডে পৌরমাতা শুভ্রা চক্রবর্তী উদ্যোগে আয়োজিত হল প্রবীণা বরণ
শুভ নববর্ষ ১৪৩২। যাকে বলে বাংলীর পয়লা বৈশাখ। এই দিন টি কে কেন্দ্র করে বাংলীর মনে ভাসে আবেগ। দিন টি শুরু তেই উদযাপন হয়।ভালো মন্দ খাওয়া দাওয়া নতুন জামা কাপড় পড়া নিয়ে। তবে এবার পয়লা বৈশাখ কে একটু অন্য রকম ভাবে উদযাপন করলেন মহেশতলা পৌরসভা ২০নং ওয়ার্ডে পৌরমাতা শুভ্রা চক্রবর্তী। পাশে ছিল ওয়ার্ড সভাপতি তাপস চক্রবর্তী। তাঁদের উদ্যোগে এবার পয়লা বৈশাখ উপলক্ষে আয়োজিত হল প্রবীণা বরণ। এই দিন এলাকার সমস্ত বৃদ্ধ মাতাদের সংবর্ধনা ও মিষ্টি মুখ করান ওয়ার্ডে পৌরমাতা শুভ্রা চক্রবর্তী নিজেই। এবং তাঁদের হাতে একটি করে গিফটও তুলে দেওয়া হয়। তাঁদের এই উদ্যোগ কে সাধুবাদ জানিয়েছে সাধারণ মানুষ।
Comments