সোমবার পূর্বাঞ্চল নাগরিক সংঘ পরিচালনায় হোলি মিলন উৎসব

দোলযাত্রা বা হোলি হলো একটি জনপ্রিয় ও তাৎপর্যপূর্ণ হিন্দু উৎসব, যা বসন্ত, প্রেম এবং রঙের উৎসব নামেও পরিচিত ৷ এটি রাধা ও কৃষ্ণের শাশ্বত ও ঐশ্বরিক প্রেম উদযাপন করে। হোলিকা দহন অশুভ শক্তির বিপরীতে শুভের জয় নির্দেশিত করে। এটির উৎপত্তি ভারতীয় উপমহাদেশে হওয়ায় সেখানে বেশি উদযাপিত হয়, তবে দক্ষিণ এশীয় প্রবাসীদের মাধ্যমে এশিয়ার অন্যান্য অঞ্চল এবং পশ্চিমা বিশ্বের বেশকিছু অংশে ছড়িয়ে পড়ছে। হোলি ভারত উপমহাদেশে বসন্তের আগমন, শীতের শেষে এবং প্রেমের প্রস্ফুটিত উদযাপন করে।এটি এক রাত এবং এক দিন স্থায়ী হয়, যা হিন্দু পঞ্জিকার ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে এবং গ্রেগরিয়ান পঞ্জিকার মার্চের মাঝামাঝি সময়ে পড়ে।
সোমবার পূর্বাঞ্চল নাগরিক সংঘ পরিচালনায় হোলি মিলন উৎসব আয়োজিত হল বড় বাজার সন্নিকটে ছেত্রী ভবনে। এই দিন ছিল খাওয়া দাওয়া, নাচ গান বিশিষ্ট মানুষ জনেদের সংবর্ধনা। তবে এই অনুষ্ঠানে বিশেষ ভূমিকায় দেখা যায় সন্দীপ সিং, পবন শর্মা, সৌরভ দাস, সহ আরও অনেকে। তবে এই অনুষ্ঠান এ অতিথি হিসাবে উপস্থিত থাকতে দেখা গেছে পৌরপিতা বিজয় উপপাধ্যায়, পৌরপিতা বিজয় ওঝা, দ্বারা সিং, সাওর্মল আগোয়াল, সহ আরও অনেকে বিশিষ্ট জনেরা।

Comments

Popular posts from this blog

তাপসীল জাতি আদিবাসী প্রাক্তন সৈনিক কৃষি বিকাশ শিল্প কেন্দ্র সাংবাদিক সম্মেলন

শুক্রবার আয়োজিত হল রেলওয়ে অসংগঠিত শ্রমিক ন্যায় ও অধিকার সম্মেলন সভা