ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র কলকাতায় আয়োজিত হল পর্যটন মেলা
ভ্রমণ মানে অজানা
এক জায়গা কে চিনে নেওয়া।
দূরের পথে ক্লান্তিকে হারিয়ে ,
উদ্যম আনন্দে পথ চলা।
কোন অজানা রহস্যের সীমাকে
নিমিষে উন্মচন করা।
ভ্রমণ ছাড়া জীবনটাই মাটি ,
বলেছিল কোন ভ্রমন পিপাসি।
তাই তো ভ্রমণে ছুটে যাই আমি ,
আসমুদ্র হিমাচল।
কোথায় গেলে পাবো সেই সুখ ,
মিটবে আমার ভ্রমণের ভুক।
ভ্রমণের তৃষ্ণায় ছুটে বেড়াই কেবলই ,
পাহাড় জঙ্গলময়।
তাইতো আমার নাম হয়েছে আজ ,
ভ্রমণ পিপাসু বাঙালি। ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র কলকাতায় আয়োজিত হল পর্যটন মেলা। শুক্রবার ছিল তারই শুভ উদ্ভোধন। উদ্যোগে রয়েছে BTF বেঙ্গল ট্যুরিজম ফেস্ট।2025 শে 7,8,9 ই ফ্রেব্রুয়ারী পর্যন্ত চলবে এই মেলা। ভ্রমন পিপাসু পর্যটন ও ট্রাভেল এজেন্ট বন্ধুদের জন্য বাংলায় সবচেয়ে বড় এই পর্যটন মেলা। এই শুভ উদ্ভোধনে উপস্থিত ছিলেন বিধায়ক অশোক দেব। সব মিলিয়ে এই পর্যটন মেলা হয়ে উঠেছে জমজমাট।
Comments