ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র কলকাতায় আয়োজিত হল পর্যটন মেলা

ভ্রমণ মানে অজানা এক জায়গা কে চিনে নেওয়া। দূরের পথে ক্লান্তিকে হারিয়ে , উদ‍্যম আনন্দে পথ চলা। কোন অজানা রহস‍্যের সীমাকে নিমিষে উন্মচন করা। ভ্রমণ ছাড়া জীবনটাই মাটি , বলেছিল কোন ভ্রমন পিপাসি। তাই তো ভ্রমণে ছুটে যাই আমি , আসমুদ্র হিমাচল। কোথায় গেলে পাবো সেই সুখ , মিটবে আমার ভ্রমণের ভুক। ভ্রমণের তৃষ্ণায় ছুটে বেড়াই কেবলই , পাহাড় জঙ্গলময়। তাইতো আমার নাম হয়েছে আজ , ভ্রমণ পিপাসু বাঙালি। ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র কলকাতায় আয়োজিত হল পর্যটন মেলা। শুক্রবার ছিল তারই শুভ উদ্ভোধন। উদ্যোগে রয়েছে BTF বেঙ্গল ট্যুরিজম ফেস্ট।2025 শে 7,8,9 ই ফ্রেব্রুয়ারী পর্যন্ত চলবে এই মেলা। ভ্রমন পিপাসু পর্যটন ও ট্রাভেল এজেন্ট বন্ধুদের জন্য বাংলায় সবচেয়ে বড় এই পর্যটন মেলা। এই শুভ উদ্ভোধনে উপস্থিত ছিলেন বিধায়ক অশোক দেব। সব মিলিয়ে এই পর্যটন মেলা হয়ে উঠেছে জমজমাট।

Comments

Popular posts from this blog

তাপসীল জাতি আদিবাসী প্রাক্তন সৈনিক কৃষি বিকাশ শিল্প কেন্দ্র সাংবাদিক সম্মেলন

শুক্রবার আয়োজিত হল রেলওয়ে অসংগঠিত শ্রমিক ন্যায় ও অধিকার সম্মেলন সভা