২৫ শে ফ্রেবয়ারি কৃষক -মজুর মহাসমাবেশ তার আগেই AIKKMS সাংবাদিক সম্মেলন হল রবিবার

কেন্দ্রীয় বিজেপি সরকারে সর্বনাশ নয়া কৃষি নীতি প্রতিরোধ, এম, এস, পি সারে ন্যায্য দাম,ক্ষেত্র মজুরদের সারা বছরে কাজ ও স্মার্ট মিটার বাতিলের দাবীতে ২৫ শে ফ্রেবয়ারি কৃষক মজুর মহাসমাবেশ হতে চলেছে। আর তারই আগে AIKKMS এ একটি সাংবাদিক সম্মেলন হল রবিবার কলকাতাতে। এই সম্মেলনে উপস্থিত ছিলেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক শংঙ্কর ঘোষ, রাজ্যে সম্পাদক গোপাল বিশ্বাস, রাজ্যে কমিটি কোষাধ্যক্ষ রেনুপাদ হালদার, ও অফিস সম্পাদক স্বপন দেবনাথ। বৈঠকে মধ্যে দিয়ে আলোচনার বিষয় উঠে আসে এবং তারা বলেন আমাদের দেশের অন্নদাতা কৃষকরা গভীর সংকটের মধ্যে আছে। কৃষি উপকরণ এর দাম অস্বাভাবিক হারে বাড়ছে। অথচ কৃষকরা ফসলের লাভজনক দাম বাড়াচ্ছে না। বহু বছর ধরে এই জিনিস চলছে। কৃষকরা তাঁদের উৎপাদিত ফসল মিডিলম্যান ফরিয়াদের কাছে বিক্রি করতে বাধ্য হয়। ফড়িয়াদের মূলত টকিস্ট বা সিন্ডিকেট নির্ধারিত দামে চাষীদের থেকে ফসল কেনে। এই প্রক্রিয়ায় চাষী ফসল বিক্রি করে বেশিভাগ সময় উৎপাদন খরচে তুলতে পারেনা। তবে এছাড়াও বেশ কিছু বিষয় নিয়ে আগামী ২৫ শে ফ্রেবয়ারি মহাসমাবেশ ডাক দিতে চলেছে AIKKMS।

Comments

Popular posts from this blog

তাপসীল জাতি আদিবাসী প্রাক্তন সৈনিক কৃষি বিকাশ শিল্প কেন্দ্র সাংবাদিক সম্মেলন

শুক্রবার আয়োজিত হল রেলওয়ে অসংগঠিত শ্রমিক ন্যায় ও অধিকার সম্মেলন সভা